• রবিবার, ২৫ মে ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঘূর্ণিঝড় মোকাবেলায়ো প্রস্তুত রাখা হয়েছে ৮৬৯ টি আশ্রয় কেন্দ্র কারা হেফাজতে বম যুবকের মৃত্যুর প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় মামলা-জরিমানা আদায়

মোতাব্বির হোসেন কাজল,হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় মামলা-জরিমানা আদায়

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাস্ক না পরায়, স্বাস্থ্যবিধি না মানায় ও ভোক্তাধিকার আইন লঙ্ঘন করায় ভ্রাম্যমান আদালত পরিচালানা করা হয়েছে। এতে ১৫ টি মামলায় ৫ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম উপজেলার দাউদনগর ও পুরান বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ।
এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করায় “সংক্রমণ রোগ(প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন), ২০১৮ এর ২৫ (২) ধারা অনুযায়ী ১০টি মামলায় ৩ হাজার ২শ টাকা ও ভোক্তাধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ৫ টি মামলায় ২ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মিনহাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন স্বাস্থ্যবিধিতে সরকার কঠোর অবস্থানে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও নিষেধাজ্ঞা অমান্য করলে জেল জরিমানা করা হবে।
শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক(এসআই) মফিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৩এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ