• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে

ইউকে প্রবাসী ১০১ বছরের দবির চাচার ওয়াক উইথ ক্যাম্পেইন ইতালী রোমেও অনুষ্ঠিত হয়েছে

মিনহাজ হোসেন ( ইউরোপ ) ইতালি
আপডেট : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

ইউকে প্রবাসী ১০১ বছরের দবির চাচার ওয়াক উইথ ক্যাম্পেইন ইতালী রোমেও অনুষ্ঠিত হয়েছে
যুক্তরাজ্য তথা প্রবাসী বাঙালীদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এসের উদ্যোগে মানবিক সাহায্যে ফান্ড রেইজিং এ ২৪শে এপ্রিল শনিবার দুপুর ২ ঘটিকায় বিশ্বের বিভিন্ন দেশে সাথে ইতালী প্রবাসীরাও একযোগে ওয়াক উইথ দবির চাচা ক্যাম্পেইন করেছে।
রাজধানী রোমের স্হানীয় একটি পার্কে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে অংশগ্রহণ কারী ইতালী প্রবাসীরা বলেনঃ দবির চাচা এই আর্ত মানবতার উদ্যোগকে প্রবাসে এ যাবত কালের শ্রেষ্ঠ মানবতার কাজ হিসেবে উল্লেখ করেন। এছাড়াও তারা আরো বলেনঃ দবির চাচার এই উদ্যোগ দেখে আগামী প্রজন্ম জানতে পারবে মানবতার সঠিক সংঙ্গা।


এতে অংশ নেওয়ারা দবির চৌধুরীর এই উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করে হাটেন ১০০ মিটার করে। ওয়াক উইথ দবির চাচার সাথে একাত্মতায় ইতালী রোম সহ বিভিন্ন শহরের স্হানগুলোতে মহিলা ও শিশু-কিশোর এবং বাঙালী বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক ছাব্বির আহমেদ, সাবেক সহ সভাপতি এম ডি মজির উদ্দিন, তনু দেব, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন, বৃহত্তর সিলেট যুব সংঘ ইতালী সভাপতি আরমান উদ্দিন স্বপন, সিলেট সিটি ক্লাব ইতালী সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল খান শরিফ, নারী নেত্রী মেহেনাস তাব্বাসুম শেলি, এ ছাড়াও বিবেক শাহা, মোঃ শাকিল, অভিজিত, তিরতো দাস সহ আরো অনেকেই।

এই আয়োজনের জন্য বিশেষ কৃতজ্ঞতায় বাংলা প্রেসক্লাবের ইতালী সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী, দৈনিক জন্মভূমি পত্রিকা সম্পাদক বেলাল হোসেনকে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৫এপ্রিল/জই

 


আরো বিভন্ন ধরণের নিউজ