• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে

ইতালীতে করোনাকালে খোলা মাঠে ঈদ উদযাপন

মিনহাজ হোসেন ইতালী থেকেঃ
আপডেট : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

ইতালীতে করোনাকালে খোলা মাঠে ঈদ উদযাপন

ইউরোপের প্রথম করোনায় আক্রান্ত দেশ ইতালিতে সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ১৩ই মে বৃহস্পতিবার ঈদ উল ফিতর উদযাপন হয়েছে।

রাজধানী রোমের পিয়াচ্ছা ভিক্টোরিয়ার জাতীয় ঈদগাহ মাঠের জামাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসলিমরা নামাজ আদায় করেন। দেশটিতে এখনো জনসমাগম নিষিদ্ধ, শুধুমাত্র ঈদের নামাজ এর জন্যে স্থানীয় প্রশাসন স্বাস্থ্যবিধি মেনে চলার শর্ত সাপেক্ষে জামাতের অনুমতি দিয়েছে।

জাতীয় ঈদগাহ মাঠে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এরফানুল হক। তিনি অভিবাসী হবার প্রত্যাশায় অবৈধ পথে পা বাড়িয়ে নিজের জীবনকে মৃত্যুর পথে ঠেলে না দেয়ার আহ্বান জানান।

দেশের করোনা পরিস্থিতি ও বছর ব্যাপী এই মহামারির স্থায়িত্বে প্রবাসীরা বিমর্ষ ও হতাশা গ্রস্থ। এর মধ্যেই দেশটিতে বসবাস রত বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক নেতৃবৃন্দরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা আশাবাদ ব্যক্ত করেছেন আগামী ঈদ করোনা মুক্ত হবে।

রোমের জাতীয় ঈদ উদযাপন কমিটি আয়োজনে ভিত্তোরিয়া সহ বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারায়য় মুসলিম সেন্টার মসজিদে, তরপিনাত্তারা জামে মসজিদ, মসজিদে কুবা এছাড়াও প্রেনেসতিনা খোলা মাঠ সহ বিভিন্ন এলাকায় প্রায় ৫০ টি স্থানে এই নামাজ আদায় করা হয় ৫ থেকে ৭ টি জামাতে।

রোমের জাতীয় ঈদগাহ মাঠে উপস্থিত ছিলেন জাতীয় ঈদ উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রব ফকির, বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব বেপারি সহ আরো অনেকই।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৪মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ