ঝালকাঠিতে লেবু চাষের উপর দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ
ঝালকাঠি সদর উপজেলা কৃষি বিভাগের প্রশিক্ষন কেন্দ্রে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উপৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দিন ব্যপি কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিরাব সকাল ১০টায় অনুষ্ঠিত প্রশিক্ষণে ৩০ জন লেবু চাষি অংশগ্রহণ করেছে। বর্তমান করোন পরিস্থিতি জনিত করাণে প্রতিশোধ ভিটামিন সি সমৃদ্ধ লেবু চাষের উপরে সরকার সম্প্রসারণের উদ্ধোগ হিসেবে এই প্রশিক্ষণ। সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিফাত সিকাদার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ খাদিজা ও উপসহকারী কৃষি কর্মকর্তা ফনিভুষন ঢালী প্রশিক্ষণ পরিচালনা করেন। লেবু চাষের পাশাপাশি কমলা লেবু ও মালটা জাতীয় ফল চাষের উপর আলোকপাত করা হয়েছে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৫মে/জই