শিক্ষামন্ত্রীর ঘোষণা প্রত্যাখ্যান করে ক্যাম্পাস খোলার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল
শিক্ষামন্ত্রীর ঘোষণা প্রত্যাখ্যান করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করছে রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে ৪র্থ দিনের রাজপথে নামে শিক্ষার্থীরা। বৃষ্টি বাঁধাকে অতিক্রম করে আজ (২৭ মে) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট থেকে এক প্রতিবাদী মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে আলুপট্টি, তালাইমারী, রুয়েট গেট অতিক্রম করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে এসে শেষ হয়।
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা, “অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান, খুলে দাও, দিতে হবে।” “এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন।” “ছাত্র শিক্ষক বেঁধেছে জোট, শিক্ষা প্রতিষ্ঠান খোলা হোক!” “দাবি মোদের একটাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই।” প্রভৃতি স্লোগান দেয়।
প্রায় ৫ কি.মি. পথ মিছিল শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী জান্নাতুল সাবিরার সঞ্চালনায় এবং ইশতিয়াক আহম্মেদের সভাপতিত্বে আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলন, নয়ন, মতিউর রহমান, আরিফুল ইসলাম, মাহফুজ আনাম, ইয়াদুল হক, রাকিব হাসান, জাহিদ হোসেন, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাদিম সিনা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী মায়া আনজুম সহ আরও অনেকে।
এ সময় শিক্ষার্থীরা দাবি তোলেন, “অবিলম্বে সকল বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও, দিতে হবে।”
শিক্ষার্থীরা বলেন, গতকাল শিক্ষামন্ত্রীর দেওয়া সংবাদ সম্মেলনের বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। তার বক্তব্যে চরম দায়িত্বহীনতা ও শিক্ষা বিধ্বংসী মনোভাব ফুটে উঠেছে। শিক্ষার্থীরা তার এই বক্তব্য প্রত্যাখ্যান করে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে বলে জানান।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৭মে/জই