• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ধনবাড়ীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হঠাৎ করে আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা করল পাকিস্তান বিএনপি নেতা পিন্টু ১৭ বছর পর জামিনে মুক্ত কাশিমপুর কারাগার থেকে গ্রিসের প্রাক্তন রাজ পরিবার তাদের গ্রিক নাগরিকত্ব ফিরে পেয়েছে গ্রিসের ট্যাক্স ত্রুটি এখন স্বয়ংক্রিয়ভাবে সংশোধনযোগ্য বলছেন গ্রিক সরকার পুলিশ উত্তর এথেন্সের ‘ঘেটো’-তে ক্র্যাকডাউন অভিযান শুরু করেছে প্রাক্তন রাজপরিবারের নস্টালজিয়া কাজ যা গ্রিক জনগণ কে পুণরায় ভাবাচ্ছে গ্রিসের ভার্কিজায় ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত কক্সবাজার জেলা বিএনপির কার্যক্রমে গতিশীলতায় ফিরেছে :কুতুবদিয়া ও মহেশখালীর কমিটি স্থগিত সমন্বিত প্রচেষ্টায় ধনবাড়ীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব ইউএনও আবু সাঈদ

আধিপত্য বিস্তার নিয়ে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ, নিহত ২

মোঃ নাজিম উদ্দিন
আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১

আশু আলী বাহিনীর হাতেই প্রাণ গেলো ২ সন্ত্রাসীর
আধিপত্য বিস্তার নিয়ে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ, নিহত ২
আধিপত্য বিস্তার নিয়ে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছরা সিকদার বাজারে কুখ্যাত সন্ত্রাসী আশু আলী গ্রুপ এবং মুন্না-রকি গ্রুপের মধ্যে সশস্ত্র সংঘর্ষে ২ জন সন্ত্রাসী নিহত ও ১ জন আহত হয়েছে।

সোমবার (৩১ মে) সন্ধায় রুমালিয়ারছড়ার সিকদার বাজার এলাকায় এঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই সন্ত্রাসী শাহেদ নিহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় গুলিবিদ্ধ ২ সন্ত্রাসীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে রায়হান নামক আরো একজন সন্ত্রাসীর মৃত্যু ঘটে। এ ঘটনায় হাসান নামে আরও একজন গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, রুমালিয়ারছড়া এলাকার লেদু মিয়ার ছেলে মোহাম্মদ সাহেদ (২৮) ও তার সহযোগী বাঁচামিয়ার ঘোনা এলাকার নুরুল করিমের ছেলে রায়হানুল ইসলাম রায়হান (২৫)।

সদর হাসপাতালে আহত হাসান জানান, তাকে অপরহরণ করে নিয়ে যায় আশু আলী বাহিনীর সদস্যরা। তাকে রায়হান ও রকি বাহিনী উদ্ধার করতে গেলে ঘটনার সূত্রপাত হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রুমালিয়ারছড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী আশু আলী গ্রুপের সঙ্গে আরেক সন্ত্রাসী গ্রুপ বাঁচামিয়া ঘোনার মুন্না গ্রুপের একান্ত সহযোগী রায়হান গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত একটি জমিকে ঘিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে মোহাম্মদ সাহেদ (২৮) গুলি করে ও রায়হানুল ইসলাম রায়হান কে কুপিয়ে জখম করে। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, আধিপত্যকে ঘিরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, নিহত দুইজনের মধ্যে রায়হানের দুইটি হত্যা ও একটি ছিনতাইয়ের মামলা রয়েছে। দুই গ্রুপ সেখানে আধিপত্য নিয়ে বিভিন্ন সময় সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রুপের সদস্যদের গ্রেফতার করলেও জামিনে বেরিয়ে আবারো সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনিরুল গিয়াস জানান, দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গুলিবিদ্ধ হয়ে তারা মারা গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের আটকে পুলিশের অভিযান শুরু হয়েছে। অচিরেই পর্যটন শহরকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, সবকিছু আমরা তদন্ত করছি। তদন্তের স্বার্থে অনেককিছু বলা যাচ্ছে না। তবে ঘটনা যারা ঘটিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, প্রতিদিন আমরা সন্ত্রাসী ও কিশোর গ্যাং ধরতে অভিযান চলছে। ইতোমধ্যে সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ করে কেউ পার পাবে না।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ