ঝালকাঠিতে জলাবদ্ধতা নিরসনে খাল পরিস্কার ও উঁচু ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন
বর্ষায় ঝালকাঠি শহরে জলাবদ্ধতা নিরসনে খাল পরিস্কার ও পুরনো কালভার্ট ভেঙে নতুন করে উঁচু ব্রীজ করার সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। সোমবার সকাল ১০টায় শহরের তামাকপট্টি এলাকায় এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। তঁার সঙ্গে ছিলেন প্যানেল মেয়র মাহাবুবুজ্জামান স্বপন ও পৌর কাউন্সিলর তরুণ কর্মকারসহ পৌরসভার কর্মকর্তারা।
পৌর কর্তৃপক্ষ জানান, সুগন্ধা নদীর সংযোগ থেকে শহরের বুক চিরে বয়ে গেছে ১১টি খাল। খালগুলোতে ময়লা আবর্জনা ফেলায় ভরাট হয়ে যাচ্ছে। নিচু একটি কালভার্টের কারণে ময়লা সরানো যাচ্ছে না। এ কারণে বর্ষায় শহরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পৌরবাসীর ভোগান্তি লাঘবে অল্প সময়ের মধ্যে একটি উঁচু ব্রীজ নির্মাণ করে দেওয়া হবে। এছাড়াও খালগুলো পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলছে বলেও জানান পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৪জুন/জই