হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রস্তুত সৌদি আরব
আগামী ১৭ ই জুলাই শনিবার শুরু হতে যাচ্ছে ২০২১ সালের হজের ৫ দিনের আনুষ্ঠানিকতা । তবে কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে সীমিত পরিসরে হজ পালনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। সৌদিতে অবস্থানকারী ছাড়া কোনো দেশের নাগরিক এবার হজ করতে পারবেন না। এ কারণে বাংলাদেশ থেকে নিবন্ধনকারী ৬৫ হাজার মুসল্লিও এবার হজ করতে পারছেন না।
সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবারের হজে ৬০০০০ হাজী অংশ গ্রহন করবেন । প্রায় ৫ লক্ষ ৪০ হাজার হাজী এবারের হজের জন্য আবেদন করেছিল ।হজে যাওয়ার খরচ নির্ধারণ করে এ বছরে ৩ টি হজ প্যাকেজ ঘোষণা করেছে সৌদি সরকার।যা সর্বনিম্ন ১২১১৩ রিয়াল এবং সর্বোচ্চ ১৬৫৬০ রিয়াল ।
এবারে হজ করতে পারবেন না ১৮ বছরের নীচে ও ৬০ বছরের উপরের বয়সীরা। যারা হজের জন্য নির্বাচিত হবেন তাদের অবশ্যই টিকা নিতে হবে।
তবে হজ পালনের যোগ্য হতে বেশ কয়েকটি বিষয় বাধ্যতামূলক করেছে সৌদি সরকার।
সেগুলো হচ্ছে –
১. হজ পালনকারীদের বয়স ১৮-৬০ এর মধ্যে হতে হবে।
২. হজ পালনকারীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৩. হজ পালনকারীদের এ বিষয়টি প্রমাণপত্রসহ নিশ্চিত করতে হবে যে, হজের আগের ৬ মাস কোনো অসুস্থতায় হাসপাতালে ছিলেন না।
৪. হজে যাওয়ার আগে অবশ্যই করোনা ভাইরাসের টিকার দুটি ডোজ সম্পন্ন করার প্রমাণপত্র সংগ্রহের রাখতে হবে।
৫. গ্রহণ করা টিকা সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত হতে হবে।
৬. পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি সর্বাত্মকভাবে অনুসরণ করতে হবে।
আজ সোমবার, ৫ জুলাই, ২৫ জ্বিল ক্বদাহ ১৪৪২ , থেকে পবিত্র মক্কার বিশেষ কিছু স্থানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। স্থান গুলো হলো হারাম, মিনা, আরাফাত, মুজদালিফা ইত্যাদি। কেবলমাত্র হজের জন্য বৈধ অনুমতি পেয়েছেন, এরকম সম্মানীত হাজীগণই প্রবেশ করতে পারবেন।
আর যে কেউ অবৈধভাবে যাওয়ার চেষ্টা করলে তাকে ১০ হাজার রিয়াল জরিমানা গুণতে হবে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৫জুলাই/জই