• শুক্রবার, ২৩ মে ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে

কুয়েডরকে ৩-০ গোলে গুড়িয়ে সেমি ফাইনালে আর্জেন্টাইনরা

জহিরুল ইসলাম মিলন ক্রীড়া প্রতিবেদকঃ
আপডেট : সোমবার, ৫ জুলাই, ২০২১

ইকুয়েডরকে ৩-০ গোলে গুড়িয়ে সেমি ফাইনালে আর্জেন্টাইনরা

কোয়ার্টার ফাইনালের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে যেন অপ্রতিরুদ্ধ ছিলেন মেসি। নিজে গোল করেছেন একটি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও দুইটি। বড় কোনো আসরে নকআউট পর্বে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি গোলে জড়িত থাকার রেকর্ডটাও দখলে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক

চলমান কোপা আমেরিকা আসরে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালেও দুর্দান্ত পারফরম্যান্স করেছে মেসির দল। প্রথম থেকেই আক্রমণ করতে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধের প্রথম দিকে খেলায় ন হারালেও পরবর্তিতে আবারও আক্রমণের ধার বাড়িয়েছে। ইকুয়েডরকে ৩-০ গোলে গুড়িয়ে দিয়েই সেমি ফাইনালে চলে যায় আর্জেন্টাইনরা।

কোপা আমেরিকায় পাঁচ ম্যাচে মাঠে নামা আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ৪ ম্যাচেই। সর্বশেষ ইকুয়েডরের বিপক্ষে ম্যাচেও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। তবে এসব ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দলগত পারফরম্যান্সের কথাও মনে রাখাটা যে জরুরি তা ভালো করেই জানা আছে ফুটবল জাদুকরের।

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসি জানিয়েছেন ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলগত পারফরম্যান্সটা বেশি জরুরি। কোপার এবারের আসরে নিজেদের শিরোপা জয়ের কথাও আগাম জানিয়ে দিয়েছেন এই ফুটবলার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মেসি বলেন, ‘’আমি সবসময়ই বলি, ব্যক্তিগত অর্জন সবসময় পরে। আমরা এখানে অন্যকিছুর জন্য এসেছি। আমি পুরো দলকে অভিনন্দন জানাতে চাই, তারা যে পরিমাণ পরিশ্রম করে চলেছে। অনেকদিন ধরে আমরা আমাদের পরিবার থেকে দূরে। আমাদের একটা লক্ষ্য আছে এবং সেটার ব্যাপারেই চিন্তা করি।‘’

প্রসঙ্গত, কোপা আমেরিকার এবারের আসরে সেমি ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে কলম্বিয়ার বিপক্ষে। ফাইনাল থেকে মাত্র এক ধাপ দূরে থাকা আর্জেন্টিনার প্রতিপক্ষ অবশ্য তুলনামূলক সহজ। আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে দুই দল। কলম্বিয়াকে যদি আর্জেন্টিনা হারাতে এবং অপর সেমি ফাইনালে যদি ব্রাজিল পেরুকে হারাতে পারে তাহলে হয়তো ব্রাজিল-আর্জেন্টিনার জমজমাট ফাইনাল ম্যাচ দেখতে পারবেন ফুটবল প্রেমীরা।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৫জুলাই/জই

 

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ