• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

ফসল রক্ষায় নদী শাসনে বাঁধ তৈরি অব্যাহত রেখেছে শেখ হাসিনার সরকার কৃষিমন্ত্রী

জহিরুল ইসলাম মিলন টাঙ্গাইল( ধনবাড়ী) প্রতিনিধিঃ
আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

ফসল রক্ষায় নদী শাসনে বাঁধ তৈরি অব্যাহত রেখেছে শেখ হাসিনার সরকার
কৃষিমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, জীবনজীবিকা রক্ষায় টেকসই উদ্যোগের বিকল্প নেই।

গতকাল সকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের ঝুপনা ও কেরামজানী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ঝিনাই নদীর ভাঙন এলাকা পরিদর্শন করতে গিয়ে স্থানীয়দের সঙ্গে মত বিনিময়ে মন্ত্রী এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশের নদী ভাঙন প্রবণ এলাকার জীবন ও ফসল রক্ষায় নদী শাসনে বাঁধ তৈরি অব্যাহত রেখেছে শেখ হাসিনার সরকার। ফসল ও ভাঙন রোধে এই উদ্যোগ হতে হবে পরিকল্পিত। তবেই উদ্যোগ টেকসই হবে।

ড. আবদুর রাজ্জাক বলেন, করোনাভাইরাস সংক্রমণে পৃথিবীর বড় বড় দেশের তুলনায় বাংলাদেশে মৃত্যুর হার অনেক কম। প্রতি বর্গ কিলোমিটারে খুব কম মানুষের বসবাসের উন্নত দেশে লাখ লাখ মানুষ মারা গেছে। কিন্তু বাংলাদেশে সে ভয়াবহ পরিস্থিতি হয়নি। মহান আল্লাহর রহমত ও শেখ হাসিনার নেতৃত্বে সরকারি উদ্যোগে আমরা খারাপ পরিস্থিতির মধ্যে পড়িনি।

মধুপুর বাসস্ট্যান্ড মসজিদে বক্তৃতাকালে এক মুসুল্লির গ্যাস সুবিধা সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাইপ দিয়ে মধুপুরে গ্যাস সরবরাহ কঠিন। বাসাবাড়িতে পাইপে গ্যাস সরবরাহ এক সময় উঠে যাবে। সিলিন্ডারে এলপিজি গ্যাস সরবরাহ বাড়ানো হচ্ছে। এই গ্যাস ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে এবং থাকবে বলে উল্লেখ করেন তিনি।

ড. আবদুর রাজ্জাক এরপর মধুপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার প্রয়াত পরিমল কান্তি গোস্বামীর শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিয়ে প্রয়াতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।

গতকাল মন্ত্রীর দুই উপজেলার এসব কর্মসূচিতে মধুপুরের ইউএনও শামীমা ইয়াসমীন, ধনবাড়ীর ইউএনও মো. সামিউল হক, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিনা আক্তারসহ উভয় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৫আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ