• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ধনবাড়ীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হঠাৎ করে আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা করল পাকিস্তান বিএনপি নেতা পিন্টু ১৭ বছর পর জামিনে মুক্ত কাশিমপুর কারাগার থেকে গ্রিসের প্রাক্তন রাজ পরিবার তাদের গ্রিক নাগরিকত্ব ফিরে পেয়েছে গ্রিসের ট্যাক্স ত্রুটি এখন স্বয়ংক্রিয়ভাবে সংশোধনযোগ্য বলছেন গ্রিক সরকার পুলিশ উত্তর এথেন্সের ‘ঘেটো’-তে ক্র্যাকডাউন অভিযান শুরু করেছে প্রাক্তন রাজপরিবারের নস্টালজিয়া কাজ যা গ্রিক জনগণ কে পুণরায় ভাবাচ্ছে গ্রিসের ভার্কিজায় ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত কক্সবাজার জেলা বিএনপির কার্যক্রমে গতিশীলতায় ফিরেছে :কুতুবদিয়া ও মহেশখালীর কমিটি স্থগিত সমন্বিত প্রচেষ্টায় ধনবাড়ীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব ইউএনও আবু সাঈদ

গত শুক্রবারই প্রথম ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ট্রাম্প প্রশাসন

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

গত শুক্রবারই প্রথম ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ট্রাম্প প্রশাসন

বিগত চার বছরের কম সময় ক্ষমতায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতদিন ইরাক থেকে পূর্বঘোষণা অনুযায়ী মার্কিন সৈন্য প্রত্যাহার না করলে ও হোয়াইট হাউস ছাড়ার পূর্ব মুহূর্তে সৈন্য প্রত্যাহার শুরু করেছে বলে ইরাক ভিত্তিক গণমাধ্যমে জানা গেছে।
ক্ষমতা হস্তান্তরের আগেই ইরাক ও আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই প্রতিশ্রুতি মেনে শুক্রবার ইরাক থেকে সেনা প্রত্যাহারের কার্যক্রম শুরু করা হয়েছে। সংবাদ মাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন ইরাকি জয়েন্ট অপারেশন্স কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল তাহসিন আল খাফাজি।
ওয়াশিংটন ও বাগদাদের মধ্যকার চুক্তি অনুযায়ী সেনাদের প্রত্যাহার করে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং প্রাথমিকভাবে ইরাক থেকে ৫০০ মার্কিন সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র।
আল খাফাজি জানিয়েছেন, ইরাকে যে মার্কিন সেনারা থাকছে তারা কমব্যাট ইউনিটের কেউ নন। এরা মূলত সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিমান হামলায় সমর্থন দেবে। পাশাপাশি পরামর্শমূলক তৎপরতাও চালাবে। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে।
এদিকে ডিসেম্বরে বড় দিনের আগেই বিপুলসংখ্যক মার্কিন সৈন্য ইরাক থেকে প্রত্যার হতে বলে তিনি জানান।
বুধবার ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলার বলেন, আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই ইরাকে নিযুক্ত মার্কিন সেনা সংখ্যা তিন হাজার থেকে আড়াই হাজারে নিয়ে আসা হবে। ইরাকের পাশাপাশি আফগানিস্তান থেকেও সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র।
বিশেষজ্ঞ মহলের মতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মসনদে আসীন হতে পারত হয়ত মধ্যপ্রাচ্যে মার্কিন সৈন্য উল্লেখযোগ্য হারে কমে যেত বলে মনে করছেন।
বিডিনিউজ ইউরোপ/২২ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ