• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

ভিয়েনার সুপারমার্কেটে বাধ্যতামূলক FFP2 মাস্ক পড়ার নিয়ম সহ বিধিনিষেধ আসছে

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক (অস্ট্রীয়া) ভিয়েনা
আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

ভিয়েনার সুপারমার্কেটে শীঘ্রই বাধ্যতামূলক FFP2 মাস্ক পড়ার নিয়ম সহ আরও বিধিনিষেধ আসছে।অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় করোনা ভাইরাসের নতুন সংক্রমণের ব্যাপক বিস্তার লাভ করায় প্রশাসন।এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে জানা গেছে।অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক Kronen Zeitung ভিয়েনা
রাজ্য প্রশাসনের বিশ্বস্ত সূত্র থেকে জানিয়েছে,সম্ভবত
আগামী সপ্তাহ থেকে ভিয়েনা রাজ্য প্রশাসন করোনার সংক্রমণ বিস্তার রোধে সুপারমার্কেটে পুনরায় FFP2 মাস্ক পড়ার নিয়ম বাধ্যতামূলক করতে পারে।পত্রিকাটি আরও জানায়,করোনার সংক্রমণের ক্রমবর্ধমান সংখ্যার পরিপ্রেক্ষিতে আগামী সপ্তাহের শুরুতেই ফেডারেল রাজধানীতে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। অত্যাবশ্যকীয় বাণিজ্যে (সুপারমার্কেট, ওষুধেরদোকান, তামাক ব্যবসায়ী এবং কোম্পানি) মাস্কের প্রয়োজনীয়তার একটি প্রত্যাবর্তন আসন্ন বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে।

এছাড়াও ৫০০ শতের বেশি অংশগ্রহণকারীর ইভেন্টের জন্য এবং বর্তমানে অনুষ্ঠিত হওয়া শিশুদের জন্য গ্রীষ্মকালীন শিবিরগুলির জন্য একটি পরীক্ষার প্রয়োজন হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ভিয়েনার সিটি মেয়র মিখাইল লুডভিগ (SPÖ) তার রাজ্যের বিশেষজ্ঞদের সাথে আবার দেখা করেছেন। ভিয়েনার মেয়র মিখাইল লুডভিগ ভিয়েনায় করোনার চতুর্থ ও তৃতীয় বুস্টার ডোজের ব্যাপারে আরও ব্যাপক প্রসার চান।এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ১২,৫২৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ১১ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করেক রোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৩,৪৬০ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ২,৬২১ জন,OÖ রাজ্যে ১,৮৭১ জন,Steiermark রাজ্যে ১,৭২৯ জন,Tirol রাজ্যে ৭৬১ জন,Vorarlberg রাজ্যে
৬৪৯ জন,Salzburg রাজ্যে ৬৩২ জন,Burgenland রাজ্যে ৪২২ জন এবং Kärnten রাজ্যে ৩৮৪ জন নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১৩৭ জন এবং করোনার প্রতিষেধক টিকার চতুর্থ ডোজ গ্রহণ করেছেন ৮,৪০৩ জন।অস্ট্রিয়া বর্তমানে করোনার প্রতিষেধক টিকার বৈধ সনদের অধিকারী ৫৫,১৪,২৯৪ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬১,৭ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা
৪৪,৮৭,৬৭৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৮,৮১৬ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪৩,৫৪,৯২৩ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১,১৩,৯৩৬ জন। এর মধ্যে আইসিইঊতে আছেন ৫৮ জন এবং হাসপাতালেচিকিৎসাধীন আছেন ৯৫৮ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১২জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ