• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে

ব্রাজিলের স্ট্রাইকার নেইমার আহত পরের দুই ম্যাচ খেলছেন না।

কবির আহমেদ ইন্টারন্যাশনাল ক্রিড়া ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

ব্রাজিলের স্ট্রাইকার নেইমার আহত পরের দুই ম্যাচ খেলছেন না।গ্রুপ পর্বে নেইমারকে আর পাচ্ছে না ব্রাজিল।ডান গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্রাজিলের পরের দুটি ম্যাচে খেলা হচ্ছে না নেইমারের।গত শুক্রবার (২৫ নভেম্বর) বিশ্বকাপ ফুটবলের শিরোপা প্রত্যাশি ব্রাজিলের টিম ডক্টর রদ্রিগো ল্যাসমার কাতারে ব্রাজিলের সংবাদ মাধ্যমকে জানান, ‘শুক্রবার বিকেলে নেইমার ও দানিলোর এমআরআই করানো হয়েছে। দুজনেরেই গোড়ালিতে লিগামেন্টে চোট ধরা পড়েছে। শান্ত থেকে প্রতি দিন তাদের পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের বাকি সময়ের জন্য তাদের সুস্থ হওয়াই এখন আসল ব্যাপার।’ ফলে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বে আর পাচ্ছে না তাদের সেরা খেলোয়াড় নেইমারকে।

বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে ৮০তম মিনিটে নিকোলা মিলেনকোভিচের ট্যাকলে চোট পান নেইমার। বেঞ্চে বসে কাঁদতে দেখা যায় তাকে। ম্যাচটি ব্রাজিল ২-০ গোলে জিতলেও তার ইনজুরি বড় ধাক্কা দেয়।নেইমারের সঙ্গে ব্রাজিলের আরেক ফুটবলার দানিলোও পরের দুটি ম্যাচ থেকে ছিটকে গেছেন। তারও চোট গোড়ালিতে।

আগামী সোমবার ‘জি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্যামেরুন।

গত কয়েক বছরে ডান পায়ের ওপর দিয়ে বড় কয়েকটি ধকল গেছে নেইমারের। ডান গোড়ালির ইনজুরিতে ২০১৯ সালের কোপা আমেরিকা খেলতে পারেননি। একই ইনজুরিতে গত বছর কয়েক সপ্তাহ ছিলেন মাঠের বাইরে। সার্বিয়ার বিপক্ষে তো তার ওপর চড়াও হয়েছিলেন প্রতিপক্ষ খেলোয়াড়রা। ৯ বার তিনি ফাউলের শিকার হন। শেষ পর্যন্ত ফের সপ্তাহখানেকের জন্য ছিটকে গেলেন পিএসজি স্ট্রাইকার।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৭নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ