• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
হঠাৎ করে আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা করল পাকিস্তান বিএনপি নেতা পিন্টু ১৭ বছর পর জামিনে মুক্ত কাশিমপুর কারাগার থেকে গ্রিসের প্রাক্তন রাজ পরিবার তাদের গ্রিক নাগরিকত্ব ফিরে পেয়েছে গ্রিসের ট্যাক্স ত্রুটি এখন স্বয়ংক্রিয়ভাবে সংশোধনযোগ্য বলছেন গ্রিক সরকার পুলিশ উত্তর এথেন্সের ‘ঘেটো’-তে ক্র্যাকডাউন অভিযান শুরু করেছে প্রাক্তন রাজপরিবারের নস্টালজিয়া কাজ যা গ্রিক জনগণ কে পুণরায় ভাবাচ্ছে গ্রিসের ভার্কিজায় ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত কক্সবাজার জেলা বিএনপির কার্যক্রমে গতিশীলতায় ফিরেছে :কুতুবদিয়া ও মহেশখালীর কমিটি স্থগিত সমন্বিত প্রচেষ্টায় ধনবাড়ীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব ইউএনও আবু সাঈদ শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

কক্সবাজারের পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান

জাবেদ নুর শান্ত কক্সবাজার ( বাংলাদেশ)
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার পরিবেশ বাদী বারটি সংগঠন কে সম্মাননা স্বরুপ ক্রেস্ট ও সনদ পদান করা হয়।এই উদ্যোগের ফলে কক্সবাজারে যারা নিজেদের অর্থায়নে স্বেচ্ছাসেবী হিসেবে পরিবেশ ও প্রকৃতি ততা পরিচ্ছন্ন কক্সবাজার জেলা কামনা করেন এবং করে আসছেন তাদের প্রচেষ্ঠা সমূহকে অনেক দূর এগিয়ে নেওয়ার বিশাল উৎসাহ ও প্রেরণা জোগাবে বলে মনে করছে পুরস্কার প্রাপ্ত সংগঠকগণ।এজন্য কক্সবাজার জেলা প্রশাসক মানবিক অফিসার কামাল হোসেন সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জানান।

কক্সবাজারের বারটি পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে জেলার পরিবেশ, পর্যটন ও উন্নয়ন বিষয়ক কর্মশালা আজ বিশেষ শিশুদের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান অরুণোদয় হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পক্ষ হতে আলোচকগণ পরিবেশের বিভিন্ন উপাদান, দূষণের ক্ষেত্রসমূহ, পরিবেশ রক্ষার্থে বিভিন্ন আইনসমূহ, পরিবেশ সুরক্ষার উপায় ও করণীয় বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন। এ সময় কক্সবাজারের পরিবেশ ও জীববৈচিত্র্য সমুন্নত রাখতে সরকারি দপ্তরগুলোর পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়। সভা শেষে সৈকতে ভেসে আসা বিপুল পরিমাণ বর্জ্য অপসারণে স্বেচ্ছাসেবক হিসেবে আগ্রহ, উদ্যম ও কর্তব্যনিষ্ঠার সাথে অবদান রাখায় প্রতিটি সংগঠনকে সনদপত্র ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এছাড়া কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলার প্রস্তুতি স্বরূপ তাদের পরিবেশবান্ধব কাপড়ের মাস্ক প্রদান করা হয়। এছাড়াও জেলা প্রশাসক বক্তব্যের শেষে সকলকে সতর্কতা মূলক বলেন
মাস্ক পড়ুন, সুস্থ থাকুন।
বিডিনিউজ ইউরোপ/ ২৮ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ