সড়ক দুর্ঘটনায় আহত স্পেন আ’লীগ সভাপতির জন্য দোয়া কামনা
স্পেন আওয়ামীলীগ সভাপতি এস আর আই এস রবিন সড়ক দুর্ঘটনায় আহত আশু সুস্থতা কামনায় বার্সেলোনা কাতালোনিয়া স্পেন আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও মোনাজাত করা হয়,|বার্সেলোনায় বাংলাদেশী অধ্যুষিত এলাকায় গতকাল এ সভা অনুষ্টিত হয় |
দোয়া ও মোনাজাতে অংশ নেন আওয়ামিলীগ নেতা নুরে জামাল খোকন,খাদিজা আক্তার মনিকা, মিজানুর রহমান, আবু তালেব লাবু,মির্জা সালাম, নাসির সরদার, আনোয়ার চৌধুরী, শাহাবুদ্দিন, রুবেল, আলামিন সহ আরো অনেকে,,মোনাজাত করান হাফেজ ক্বারী আমীর হোসাইন হুজুর এবং আরো দোয়া করেন করনা থেকে যেন বিশ্ববাসীকে মুক্তি দান করেন।
বিডিনিউজ ইউরোপ/৩০ নভেম্বর/ জই