• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
হঠাৎ করে আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা করল পাকিস্তান বিএনপি নেতা পিন্টু ১৭ বছর পর জামিনে মুক্ত কাশিমপুর কারাগার থেকে গ্রিসের প্রাক্তন রাজ পরিবার তাদের গ্রিক নাগরিকত্ব ফিরে পেয়েছে গ্রিসের ট্যাক্স ত্রুটি এখন স্বয়ংক্রিয়ভাবে সংশোধনযোগ্য বলছেন গ্রিক সরকার পুলিশ উত্তর এথেন্সের ‘ঘেটো’-তে ক্র্যাকডাউন অভিযান শুরু করেছে প্রাক্তন রাজপরিবারের নস্টালজিয়া কাজ যা গ্রিক জনগণ কে পুণরায় ভাবাচ্ছে গ্রিসের ভার্কিজায় ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত কক্সবাজার জেলা বিএনপির কার্যক্রমে গতিশীলতায় ফিরেছে :কুতুবদিয়া ও মহেশখালীর কমিটি স্থগিত সমন্বিত প্রচেষ্টায় ধনবাড়ীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব ইউএনও আবু সাঈদ শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

ভরা থাকবে স্মৃতি সুধায় পাত্রখানি ভোলার হৃদয়ে

তানজিল হোসেন, ভোলা
আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

ভরা থাকবে স্মৃতি সুধায় পাত্রখানি ভোলার হৃদয়ে ।
ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষ্যে তজুমদ্দিন থানার আয়োজনে বিদায় সংবর্ধনা ও বিশেষ কল্যান সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১৯ জুন ( সোমবার ) বিশেষ কল্যাণ সভায় পুলিশ সুপার থানার সকল অফিসার ও ফোর্সের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশা দারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।

ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, বদলি জনিত বিদায়ে ভোলা জেলা পুলিশ একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস ও পরিশ্রমী কর্মকর্তার অভাব অনুভব করবে। আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সহকর্মীরা তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এ সময় তজুমদ্দিন থানা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।এছাড়াও তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান সহ সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ পৃথক বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করেন।

পরে পুলিশ সুপার মহোদয় তজুমদ্দিন থানার আঙ্গিনায় স্মৃতি সরূপ একটি জামরুল গাছের চারা রোপণ করেন।এ সময় জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) ভোলা। মোঃ মাসুম বিল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার, তজুমদ্দিন সার্কেল।

ভোলা,জনাব মোশারেফ হোসেন দুলাল, উপজেলা চেয়ারম্যান, জনাব মরিয়ম বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তা, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাকসুদুর রহমান মুরাদ, জনাব ফখরুল আলম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি, জনাব ফজলুল হক দেওয়ান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সকল ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ, প্রেসক্লাবের সাংবাদিক সদস্যবৃন্দসহ তজুমদ্দিন থানার সকল অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

বিডিনিউজ ইউরোপ/২১জুন//জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ