গ্ৰিস প্রবাসী বাংলাদেশিদের সুপরিচিত রাজনৈতিক,সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব সারোয়ার আলমের বড় ভাই ব্রাহ্মণবাড়িয়া, সরাইল দুবাজাইল গ্রামের বিশিষ্ট গ্রামীন বিচারক হাজী আব্দুল জব্বার পুত্র স্থানীয় ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার সৈয়দ আলী (৬৭)কিডনি জনিত সমস্যায় দীর্ঘদিন আক্রান্ত হয়ে ২৩ এপ্রিল২৫ ইং তারিখে বাংলাদেশ সময় ৩.৩৫ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ছিলেন একজন সদয় ও পরোপকারী স্পষ্টভাষী মানুষ ছিলেন বলে এলাকায় তার সুনাম ছিল। সারোয়ার আলমের ভাইয়ের মৃত্যুতে গ্ৰিসের বিভিন্ন রাজনৈতিক সামাজিক আঞ্চলিক ব্যক্তিত্ব শোক প্রকাশ এবং সংশপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সারোয়ার আলম এথেন্সের স্থানীয় সংবাদ মাধ্যমে সবার কাছে তার বড় ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা কামনা করেছেন।
এথেন্সের ক্রয়ক্রিত বাংলাদেশীদের ইসলামিক সেন্টার আল জব্বারে স্থানীয় মাগরিবের নামাজের পর মিলাদ ও দোয়া পড়িয়ে মরহুমের রোহের মাগফেরাত কামনা করেছেন।
Economist/23April/ZI/Sadnews