• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

“প্রেম” শেখ মোঃ সুরুজ আলী সূর্য

শেখ মোঃসুরুজ আলী ঢাকা
আপডেট : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

“প্রেম”
শেখ মোঃ সুরুজ আলী সূর্য

আহা! তোমার প্রেম কতই না উজ্জীবিত,
কতই না সুন্দর তোমার হৃদয় আশান্বিত।
শিশিরে কত শোভা, কত শোভা বিকেল,
জোনাকির আলোর রুপ কতই না আর্টসেল।
সুন্দর দেখেছি কত সকাল এবং বিকেলে,
কত গোধূলির হাওয়া উড়ে আর চলে।
তোমার প্রেমের চোখ কত নিকটে এবং নিকটে,
সুন্দর দেখেছি কত হেমন্তের সন্নিকটে।
কত যে ভালো লাগার গান গেয়েছি দুইজনে,
রাত্রির আলোকিত প্রাণে আর প্রাণে।
হৃদয়ে ঝংকার উঠে। আহা! কতই প্রেম,
দেহের প্রেমে আমিও যে ভাসলেম।
আমি যে তোমায় ভালোবাসি,
সৌন্দর্যের প্রেম করে যে ঠাসাঠাসি।
তোমার হৃদয়ের প্রেম দু-হাতের মুঠোই বিলাই,
সুন্দরের চক্ষুতে ভালোবাসা দেখায়।
আমি যে তোমাকে ভালোবাসি
আমি যে তোমাকেই ভালোবাসি।
তবে তুমি বলে দাও,
কোন পথে পাবো প্রেমের ঠাই।
কোন পথে আছে সুখের প্রেমের মিছিল
ওগো তোমার প্রেমে-প্রেমে,
আজ জীবনের চাওয়া পাওয়া চলে অবলীলাক্রমে।
ওগো তুমি বলে দাও এই বিকেলে,
ফুলের ঘ্রাণ নিবো হেসে খেলে।
হৃদয় মম মুগ্ধ করেছো প্রেমে,
সন্ধ্যার তারার কথা কাব্য পড়ছে তাই নেমে।
সমস্ত হৃদয়ে একরাশ প্রেম দাও,
বিকেলে বাঁচার আশা জাগাও।
নতুন কোন কথা কিংবা রাত্রির গানে,
সমস্ত উঠোন ভরে উঠুক প্রাণে প্রাণে।
কচি-কচি শিশির ভেঁজা ঘাসে তোমার চলা,
প্রেমের আনন্দে ভাসবে দিনচলা।

বিডিনিউজ ইউরোপ/৩ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ