• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
হঠাৎ করে আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা করল পাকিস্তান বিএনপি নেতা পিন্টু ১৭ বছর পর জামিনে মুক্ত কাশিমপুর কারাগার থেকে গ্রিসের প্রাক্তন রাজ পরিবার তাদের গ্রিক নাগরিকত্ব ফিরে পেয়েছে গ্রিসের ট্যাক্স ত্রুটি এখন স্বয়ংক্রিয়ভাবে সংশোধনযোগ্য বলছেন গ্রিক সরকার পুলিশ উত্তর এথেন্সের ‘ঘেটো’-তে ক্র্যাকডাউন অভিযান শুরু করেছে প্রাক্তন রাজপরিবারের নস্টালজিয়া কাজ যা গ্রিক জনগণ কে পুণরায় ভাবাচ্ছে গ্রিসের ভার্কিজায় ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত কক্সবাজার জেলা বিএনপির কার্যক্রমে গতিশীলতায় ফিরেছে :কুতুবদিয়া ও মহেশখালীর কমিটি স্থগিত সমন্বিত প্রচেষ্টায় ধনবাড়ীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব ইউএনও আবু সাঈদ শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

স্কটল্যান্ডের শিল্পউন্নত “ডান্ডি” শহরটিতে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরাও অনন্য অবদান রাখছেন

পলাশ আহমেদ,স্কটল্যান্ড
আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

নৈস্বর্গিক সৌন্দর্যের চারণভূমি যুক্তরাজ্যের স্কটল্যান্ডের প্রাচীন শিল্পউন্নত শহর“ডান্ডি”ঐতিহ্যবাহী এই শহরটিতে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরা আন্যান্য ক্ষেত্রেরের ন্যায় বানিজ্যিক ক্ষেত্রেও উল্লেখ যোগ্য সাফল্যের নিদর্শন প্রতিস্থাপন করে চলেছেন।সমুদ্র উপকূলীয় ঐতিহ্যবাহী শিক্ষা ও শিল্প নগরীখ্যাত শহরটিতে বাংলাদেশীদের বসবাসের উপক্রমণিকা সত্তরের দশক থেকেই,সেই শুরু থেকে এযাবৎকাল পর্যন্ত যেকয়েকজন প্রবাসী বাংলাদেশী উল্লেখযোগ্য সফলতার সাক্ষ্য রেখেছেন।

সমসাময়িকালে তাদের মধ্যে অন্যতম উদিয়মান উদ্যোগতা সমাজসেবক ও সফল ব্যবসায়ী খোকন এম,ডি খাঁন (আলমগীর)। ডান্ডি শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে “Beans & Berries” নামক এলিট কফি হাউস এবং ডান্ডির অভিজাত এলাকা Broughty Ferry তে অবস্থিত বহুল জনপ্রিয় Indos Restaurant টিও খোকন এম,ডি খাঁন (আলমগীর) এর স্বতাধিকার অধীন প্রতিষ্ঠান দুটি ইস্কল্যান্ড জুড়ে ব্যপক জনপ্রিয়তা কুড়িয়েছেন। ধারাবাহিক সফলতার কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ স্কটল্যান্ড এর প্রধানমন্ত্রী হামজা ইউসুফের কাছ থেকে সম্প্রতি সম্মাননা পুরস্কার গ্রহন করেছেন খোকন এম,ডি খাঁন (আলমগীর)। এতেকরে স্থানীয় প্রবাসী বাংলাদেশী মধ্যে বিষয়টি ব্যাপক সারাফেলেছে। স্থানীয় প্রবাসী বাংলাদেশীর একে কমিউনিটির অর্জন বলে মনেকরছেন এবং খোকন এম,ডি খাঁন (আলমগীর) সর্ব মহলে ভূষয়ী প্রশংসায় উদ্ভাসিত হচ্ছেন।

বিডিনিউজ ইউরোপ/২৯আগস্ট/জই/স্কটল্যান্ড


আরো বিভন্ন ধরণের নিউজ