• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

নতুন অভিবাসন আইনে জার্মানিতে বসবাসের অনুমতি পেলেন ৫৪ হাজার অভিবাসী

কবির আহমেদ কূটনৈতিক প্রতিবেদক বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

নতুন অভিবাসন আইনে জার্মানিতে বসবাসের অনুমতি পেলেন ৫৪ হাজার অভিবাসী।জার্মানির সরকারের একটি নতুন আইনের আওতায় প্রায় ৫৪ হাজার অভিবাসী জার্মানিতে অস্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন৷শনিবার (২৭ জানুয়ারি) রইটার্স  ও
জার্মানির বিভিন্ন সংবাদ মাধ্যম এতথ্য জানিয়েছে।
গত বছর নতুন এই নীতিমালাটি পাশের পর থেকে
যে সমস্ত অভিবাসীরা অস্থায়ীভাবে থাকার অনুমতি পেয়েছেন৷ অনুমতি পাওয়া এসব অভিবাসীদের বসবাসের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছিলো না৷

অনুমতি পাওয়া অভিবাসীদের মধ্যে রয়েছেন জার্মানিতে অবস্থানরত ওই সব বিদেশি, যাদের আশ্রয় আবেদনের সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ ছিলেন অথবা যাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত থাকলেও নানা কারণে দেশে পাঠানো যাচ্ছিল না৷

২০২২ সালের ৩১ ডিসেম্বর পাস হওয়া এই অপুরচ্যুনিটি রেসিডেন্স অ্যাক্ট নামের এই আইনটি মূলত পাঁচ বছরের বেশি সময় ধরে যারা জার্মানিতে বসবাস করছেন তাদের জন্য দেশটিতে বৈধভাবে থাকার পথ সুগম করছে৷ এই আইনের আওতায় যারা অনুমতি পাওয়ার যোগ্য তাদেরকে পরিবারের সদস্যসহ ১৮ মাসের থাকার অনুমতি পাবেন৷

এর মধ্যে যারা নিজেদের জীবনযাপনের ব্যয় বহন করতে পারবেন, জার্মান ভাষায় যথেষ্ট দক্ষতা রয়েছে এবং নিজেদের অবস্থান বিষয়ে পরিষ্কার উত্তর রয়েছে তারা এই অস্থায়ী অনুমতি স্থায়ী অনুমতিতে রূপান্তর করতে পারবেন৷ সরকারের এই পদক্ষেপকে একটি সফল মডেল হিসেবে আখ্যা দিয়ে সংসদ সদস্য ফিলিস পোলাট বলেন, ‘‘এই প্রোগ্রামটি চালিয়ে যাওয়া উচিত এবং এর ফলে আরো বেশি মানুষের উপকৃত হওয়া উচিত৷’’

জার্মানির বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ থেকে ইন্টিগ্রেশন মিডিয়া সার্ভিস এ সম্পর্কিত এক বিশেষ জরিপ পরিচালনা করে। জরিপটি বলছে, সরকারের এই প্রোগ্রামের আওতায় মোট ৭৫ হাজার ৩৪৫ জন অভিবাসী বসবাসের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন৷ জরিপের ফলাফল বলছে, মোট চার হাজার আবেদন বাতিল করা হয়েছে৷ তাছাড়া, যারা অপরাধের সাথে জড়িত এবং যেসব ব্যক্তি মিথ্যা তথ্য দিয়েছেন তাদেরকে এই প্রোগ্রামের আওতা ভুক্ত করা হয়নি৷

bdnewseu/31thJanuary/ZI/German


আরো বিভন্ন ধরণের নিউজ