• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

মালয়েশিয়ায় স্থানীয় নাগরিকদের অভিযোগে বাংলাদেশীসহ ৪৯০ অবৈধ অভিবাসী আটক

মো: আরিফুজ্জামান, মালয়েশিয়া
আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

মালয়েশিয়ায় স্থানীয় নাগরিকদের অভিযোগে বাংলাদেশীসহ ৪৯০ অবৈধ অভিবাসী আটক।মালয়েশিয়ায় স্থানীয় নাগরিকদের অভিযোগেল ভিত্তিতে প্রায় এক মাস গোয়েন্দা নজরদারির পর ক্লাং শিল্প এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশীসহ ৪৯০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।বৃহস্পতিবার গভীর রাতে ক্লাং-এর জালান আমান পেরদানার একটি পাঁচ তলা অ্যাপার্টমেন্টের আশপাশের কারখানায় কর্মরত অভিবাসীরা বসবাস করতেন। এর আগে বুধবার স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে বুকিত আমান আন্ডারকভার, অপরাধ বিভাগ (ডি-সেভেন)-এর নেতৃত্বে জেনারেল অপারেশন টিম (পিজিএ) এবং সেলাঙ্গরের মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জিম) সহাতায় ‘অপ খাস আমান’ নামে এ অভিযান চালানো হয়। এ সময় ৪৯০ অবৈধ অভিবাসীদের আটক করা হয়। সূত্র : মেট্রো হারিয়ান

মোট ৩শ জন সদস্য এবং পুলিশ অফিসাররা জালান আমান পারদানার পাঁচ তলা অ্যাপার্টমেন্টের আটটি ব্লকের মধ্যে চারটি ব্লকে অভিযান ও পরিদর্শন করার আগে পুরো আবাসিক এলাকা ঘিরে ফেলে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তবে আটকদের মধ্যে কতজন বাংলাদেশী রয়েছেন তা জানা যায়নি।

জানা গেছে, বেশিরভাগ অভিবাসী মুদিখানা দোকান চালাত এবং অ্যাপার্টমেন্টে বিদেশী গ্রাহকদের চাহিদা মেটাতে তাদের দেশ থেকে পণ্য এনে বিক্রি করতো।

জানা গেছে, আটককৃত অভিবাসীরা বেশিরভাগই গাদাগাদি করে থাকা, বৈধ ভ্রমণ নথি না থাকা ও নোংরা পরিবেশে বসবাস করতো। ডকুমেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ২০ থেকে ৫০ বছর বয়সী আটক অভিবাসীদের পরর্তী পদক্ষেপ গ্রহণে সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে নিয়ে রাখা হয়েছে।

bdnewseu/1February/ZI/Malaysia


আরো বিভন্ন ধরণের নিউজ