• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি নেতা পিন্টু ১৭ বছর পর জামিনে মুক্ত কাশিমপুর কারাগার থেকে গ্রিসের প্রাক্তন রাজ পরিবার তাদের গ্রিক নাগরিকত্ব ফিরে পেয়েছে গ্রিসের ট্যাক্স ত্রুটি এখন স্বয়ংক্রিয়ভাবে সংশোধনযোগ্য বলছেন গ্রিক সরকার পুলিশ উত্তর এথেন্সের ‘ঘেটো’-তে ক্র্যাকডাউন অভিযান শুরু করেছে প্রাক্তন রাজপরিবারের নস্টালজিয়া কাজ যা গ্রিক জনগণ কে পুণরায় ভাবাচ্ছে গ্রিসের ভার্কিজায় ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত কক্সবাজার জেলা বিএনপির কার্যক্রমে গতিশীলতায় ফিরেছে :কুতুবদিয়া ও মহেশখালীর কমিটি স্থগিত সমন্বিত প্রচেষ্টায় ধনবাড়ীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব ইউএনও আবু সাঈদ শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি বর্তমান সময়ে অস্ট্রিয়ার ওপর দিয়ে সিজোনাল ইনফ্লুয়েঞ্জা প্রবাহ চলছে

শেখ হাসিনার জন্য চরের ঘরে জ্বলে আলো: প্রতিমন্ত্রী নসরুল হামিদ

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

শেখ হাসিনার জন্য চরের ঘরে জ্বলে আলো: প্রতিমন্ত্রী নসরুল হামিদ
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এমপি নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে আজ আমরা অন্ধকারে থাকতাম। তিনি আছেন বলেই নিরিবিচ্ছিন্ন বিদ্যুত পাচ্ছে দেশবাসী এবং দূর্গম চরাঞ্চলের মানুষের ঘরে ঘরে আলো পৌছাতে সক্ষম হয়েছি৷


মুজিব বর্ষের শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে মঙ্গলবার(৮ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অফগ্রীড চরাঞ্চলসমূহে নেসকো লিঃ এর নিজস্ব অর্থায়নে সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রমের শুভ উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুত বিভাগের সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, লালমনিরহাট-১ আসনের এমপি মোতাহার হোসেন তিনি তার এলাকার মানুষকে ভালো বাসেন বলেই আপনারদের কাছে বার বার গিয়েছেন। আর আপনারা ওনার ডাকে সাড়া দিয়ে প্রত্যন্ত চরাঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থা করে দিয়েছেন।

নেসকো লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, লালমনিরহাট-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট (অব.) মোতাহার হোসেন, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ ও জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সচিব হাবিবুর রহমান, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ ও জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও নেসকো লিঃ এর চেয়ারম্যান এ. কে. এম হুমায়ূন কবীর।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক রওশন হাবিব খান মানিক, পাটিকা পাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত।
বিডিনিউজ ইউরোপ /৮ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ