ইউরোপীয় ইউনিয়নে যোগদানের এক দশকেরও পর রোববার ভিসামুক্ত শেনজেন জোনের ব্লকের বাকি সদস্যদের সঙ্গে যোগ দিয়েছে রোমানিয়া এবং বুলগেরিয়া। তবে এই অন্তর্ভুক্তি এখনও আংশিক, দেশ দুটো থেকে ভ্রমণকারীরা সমুদ্র বা আকাশপথে শেনজেন জোনে ভ্রমণ করতে পারবে।অস্ট্রিয়ার ভেটোর কারণে স্থল পথকে অন্তর্ভুক্ত করা হয়নি। ইইউর বাইরে থেকে আসা অভিবাসীরা আরো সহজে অন্যান্য ইইউ দেশে প্রবেশ করতে পারবেন, এই আতঙ্ক থেকে প্রস্তাবে সায় দেয়নি অস্ট্রিয়া।ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লেয়েন শনিবার বলেছেন, এটা উভয় দেশের জন্যই বড় সাফল্য। খবর ডয়চে ভেলে তিনি বলেন, শেনজেন এলাকার জন্য এটা ঐতিহাসিক মুহূর্ত।
জার্মানির বার্লিন থেকে বুলগেরিয়ার সোফিয়ায় অবতরণ করা মিনচো ইউরুকভ বলেন, “বুলগেরিয়ার জন্য এ এক চমৎকার অর্জন বৈকি। এতে বুলগেরিয়ার নাগরিক হিসাবে আমাদের অনেক বিষয় সহজ হয়ে যাচ্ছে।”
“তাছাড়া এখন আমাদের নিজেদেরও ইউরোপীয় মনে হচ্ছে। এটি গুরুত্বপূর্ণ বিষয়। ফ্লাইট ছিল আরও ভাল। কোনও পাসপোর্ট চেকিং ছিল না,” বলেন ইউরুকভ।
রোববার বুলগেরিয়ার বিদায়ী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কালিন স্টয়ানভ সাংবাদিকদের বলেন, এ বছরের শেষ দিকে শেনজেন অঞ্চলের পূর্ণ সদস্য হয়ে যাবে বুলগেরিয়া। আর তা হলে সড়ক ও রেলপথে কোনও পাসপোর্ট চেকিং ছাড়েই মানুষ ও পণ্য পরিবহন করা যাবে।
রোমানিয়ার প্রধানমন্ত্রীও আশা প্রকাশ করে বলছেন, চলতি বছর স্থলপথে শেনজেন অঞ্চলে যুক্ত হওয়ার আলোচনা শেষ হবে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এক বিবৃতিতে বলেছেন, “আমরা আকাশ ও সমুদ্রপথের রুটে সীমান্ত চেকিং ব্যবস্থা তুলে নেওয়াকে স্বাগত জানাচ্ছি।
“দুই দেশের জন্যই এটি একটি বিরাট সফলতা। আমরা একসঙ্গে আমাদের সব নাগরিকের জন্য একটি আরও শক্তিশালী এবং ঐক্যবদ্ধ ইউরোপ গড়ে তুলছি।”
৪০ কোটি মানুষ শেনজেন অঞ্চলে অবাধে যাতায়াত করতে পারে। রোমানিয়া ও বুলগেরিয়া ১০ বছরেরও বেশি সময় ধরে এ অঞ্চলে প্রবেশের চেষ্টা করে আসছিল।
অভিবাসনপ্রত্যাশীদের ঢল ঠেকাতে অস্ট্রিয়া, গ্রিস, স্লোভাকিয়ার গঠিত আঞ্চলিক পুলিশ উদ্যোগেও যোগ দিয়েছে বুলগেরিয়া ও রোমানিয়া।
গত মাসে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স বলেছিল, তারা তুরস্ক থেকে ইইউয়ে মানুষের প্রবেশ ঠেকাতে বুলগেরিয়ায় তাদের কর্মকর্তার সংখ্যা তিনগুণ বাড়াবে।
সারা বিশ্বের মধ্যে অবাধ চলাচলের ক্ষেত্রে এটা বৃহত্তম একটি এলাকা। সকল নাগরিকের কথা ভেবে আরো শক্তিশালী, আরো ঐক্যবদ্ধ ইউরোপ তৈরি করছি।
দুই দেশ আশা করছে, বছরের শেষ নাগাদ তারা শেনজেন এলাকার পূর্ণ সদস্য হবে। তারাই একমাত্র ইইউ সদস্য রাষ্ট্র যারা শেনজেন সবরকম সুবিধা পায় না। এমনকি রোমানিয়া এবং বুলগেরিয়ার পরে ব্লকে যোগ দেওয়া ক্রোয়েশিয়াও গত বছরের জানুয়ারিতে শেনজেন এলাকায় সম্পূর্ণভাবে গৃহীত হয়েছে।
শেনজেন এলাকায় ২৫টি অন্যান্য ইইউ সদস্য রাষ্ট্রের সঙ্গে ইইউভুক্ত নয় এমন দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিস্টেনস্টাইনও রয়েছে।
bdnewseu/2April/ZI/EU