• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

এথেন্সের গাজীতে স্ট্রীট ফুড ফেস্টিভ্যাল এই মাসে তিন সপ্তাহান্তে শুরু

জহিরুল ইসলাম, (গ্রিস) এথেন্স
আপডেট : রবিবার, ৫ মে, ২০২৪

প্রতি বছরের ন্যায় সামারের শুরুতে গ্রিস কে নবসাজে সজ্জিত করা হয়, আয়োজন করা হয় বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালের এরই ধারাবাহিকতায় শুরু হতে যাচ্ছে এথেন্সে গাজীতে স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল শুরু হবে ১০-১২, ১৭-১৯,২৪-২৬ মে ২০২৪ ইং। এইসব festivalগুলোতে বাংলাদেশি বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে রয়েছে। এথেন্সের গাজী অঞ্চলটি হচ্ছে ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সজ্জিত পর্যটক আকৃষ্ট একটি ঐতিহাসিক সৌন্দর্যে ভরপুর অঞ্চল।

এথেন্স স্ট্রীট ফুড ফেস্টিভ্যাল এই মাসে তিন সপ্তাহান্তে গাজীর ঐতিহাসিক ওল্ড ওএসওয়াই বাস ডিপো (পিরিওস ও এরমাউ) কে রান্নার স্বর্গে রূপান্তরিত করেছে। 2016 সাল থেকে, এটি দেশের সবচেয়ে বড় ভোজনরসিক ইভেন্ট, যা স্থানীয় গ্যাস্ট্রোনমি দৃশ্যকে নতুন আকার দেয় এবং রাস্তার খাবারের প্রবণতা সেট করে।

বিশ্বজুড়ে রন্ধনপ্রণালী এবং আলেকজান্দ্রো সিওটিনিস এবং গ্রিগোরিস কিকিসের মতো বিখ্যাত শেফদের সাথে, এটি অনন্য স্বাদের প্রতিশ্রুতি দেয়। গান এবং বিনোদন উৎসবের পরিবেশকে সম্পূর্ণ করে। Viva’s more.com-এ 3-ইউরো টিকেট প্রি-বুক করুন।

bdnewseu/5May/ZI/Athens


আরো বিভন্ন ধরণের নিউজ