ঝালকাঠিতে সিঙ্গার কোম্পানির লটারিতে শহরের ময়না বেগম ফ্রিজ জিতেছে।ঝালকাঠি শহরের মসজিদ বাড়ী সড়কের বাসিন্দা ময়না বেগম লটারীতে সিঙ্গার কোম্পানির ৩৯ হাজার টাকা মূল্যের ফ্রিজ জিতেছে।
বুধবার বিকেল সাড়ে ৫ টায় গত দুদিনে ঝালকাঠি সিঙ্গার কোম্পানি শোরুম থেকে ক্রয় করা পণ্য ক্রয়কারী ১০জনকে নিয়ে লটারী করা হয়েছে এবং ঘোষনা ছিল এই দুদিনে যারা পন্য কিনবেন তাদের মধ্যে লটারীতে একটি ফ্রিজ প্রদান উপহার দেয়া হবে। ঝালকাঠি সিঙ্গার শোরুম লটারী উপলক্ষ্যে ব্যান্ড পার্টির আয়োজন করেছিল এবং লটারী থেকে ময়না বেগম ফ্রিজ জিতেছে। লটারী পরিচালনা করেন সিঙ্গার কোম্পানির ডিস্ট্রিক্ট ম্যানেজার মুবিন এবং এ সময় ব্রাঞ্চ ম্যানেজার মোঃ বিল্লাল হোসেনসহ
সিঙ্গার কোম্পানির কর্মকর্তা কর্মচারী এবং সিঙ্গার কোম্পানির অন্যান্য গ্রাহকরাও উপস্থিথ ছিলেন। পরে সিঙ্গার কোম্পানি ফ্রিজ ভ্যানে করে ব্যান্ড পার্টিসহ বিজয়ীর গলায় মালা দিয়ে শহরে প্রচারণা চালিয়েছেন।
bdnewseu/6June/ZI/Zalokati