• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

ঝালকাঠিতে সন্ত্রাসী  হামলায় ওটিবয় আহত

Badhon Roy, Zalokati
আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪

ঝালকাঠিতে সন্ত্রাসী  হামলায় ওটিবয় আহত, দালালদের দৌরাত্মে নিস্তার পাচ্ছে  না ওটিতে থাকা চিকিৎসকরাও।ঝালকাঠি সদর হাসপাতালে সন্ত্রাসী হামলার শিকার হয়ে সদর হাসপাতালের অপারেশন থিয়েটারের ওটি বয় মোঃ রাকিব হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টায় এই ঘটনা ঘটেছে। অপারেশন থিয়েটারে অপারেশন চলাকালীন সময়ে প্রথমে ঝালকাঠি সিটি ক্লিনিকের মালিক মোস্তফা পরিচয় দিয়ে ডাক্তারের সাথে কথা বলার জন্য অপারেশন থিয়েটারে প্রবেশ করতে চাইলে নিয়ম থাকায় ওয়ার্ড বয় তাদেরকে ভিতরে ডুকতে দেয়নি। তখন অপারেশন থিয়েটারে সার্জারি বিভাগের চিকিৎসক ডাঃ সুমন অপারেশন করছিলেন। তখন মোস্তফা এই ঘটনায় ক্ষুব্দ হয়ে রাকিবকে অকথ্য ভাষায় গালাগালি করে চলে যায়।

একটু পরে শাহানাজ নামে ডায়াগনোষ্টিক সেন্টারের কথিত দালাল সেও অপারেশন থিয়েটারে ডুকতে চাইলে তাকেও বাধা দেয়া হয়। এসময় সে ক্ষিপ্ত হয়ে রাকিবকে গালাগালি করে এবং এক পর্যায়ে রাকিবের গায়ে হাত দেয়। এই ঘটনার একটু পরে ওটি শেষ হলে রাকিব ওটি থেকে বের হওয়ার পরে শহরের বিকনা এলাকার কথিত জামলাকান্দার সুজন, জসিম, শাহিন ও পিয়াল নামের অজ্ঞাত কয়েকজন রাকিবকে কিল ঘুসি মেরে রাকিবকে জখম করে। এই ঘটনায় আহত রাকিবকে সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং বিষয়টি তত্ত্বাবধায়ক পুলিশকে জানালে পুলিশ তড়িৎ গতিতে হাসপাতালে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই ঘটনায় হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান নাজমুল সাকিব যথাযথ কতর্ৃপক্ষের মাধ্যমে ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ টিএম মেহেদী হাসান (সানি) বিষয়টি নিশ্চিত করেছেন। আহত রাকিব সদর হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী। বর্তমানে সদর হাসপাতালে দালালের  দৌরাত্ম সীমাহীনভাবে বৃদ্ধি পেয়েছে এবং এরা কোন ধরণের নিয়ম নীতির তোয়াক্কা করছে না। এখন ওটি চলাকালীন সময়েও এই ধরণের দালালের হাত থেকে নিস্তার পাচ্ছে না চিকিৎসকরা।

bdnewseu/24June/ZI/Zalokati


আরো বিভন্ন ধরণের নিউজ