• শনিবার, ২৪ মে ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে

নিজ বসৎ ঘরেই মা জবেদা খাতুনের, দাফন সম্পন্ন করা হলো ভোলায়

তানজিল হোসেন, ভোলা
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

নিজ বসৎ ঘরেই মা জবেদা খাতুনের, দাফন সম্পন্ন করা হলো ভোলায়।ভোলার দৌলতখানে কবরস্থানের জায়গা না পেয়ে জবেদা খাতুন (৮৫) নামের এক বৃদ্ধাকে নিজের ঘরের মেঝেতেই দাপন করা হয়েছে। উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আজিমদ্দি সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৃত জবেদা খাতুনের ছেলে রফিজলের সাথে তার চাচাতো ভাই রফিকের দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিলো। মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় বার্ধক্য জনিত রোগে জবেদা খাতুন মারা যাওয়ার পর ছেলে রফিরজল মাকে পারিবারিক কবস্থানে দাফন করতে গেলে চাচাতো ভাই রফিক বাধা দেয়।পরবর্তীতে খবর পেয়ে এলাকাবাসী ও নিহতের আত্মীয় স্বজনরা এসে রফিকসহ তাদের পরিবারের সবাইকে অনুরোধ করে জবেদা খাতুনকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করার জন্য। কিন্তু কোনো অবস্থাতেই রফিক ও তার পরিবারের লোকজন এতে সম্মতি দেয়নি।

পরবর্তীতে গত ৩ জুলাই (বুধবার) ছেলে রফিজল নিরুপায় হয়ে ঘরভিটা ছাড়া তাদের আর নিজস্ব কোনো জায়গা-জমি না থাকায় ঘরের মেঝেতেই মাকে দাফন করতে বাধ্য হন। এমন ঘটনায় পুরো এলাকার মধ্যে চাঞ্চল্য তৈরি হলে অদ্য (বৃহস্পতিবার) ৪ জুলাই এলাকাবাসী মিলে কবরটি এই স্থানে থাকতে যাতে কোন অসুবিধা না হয়, সেজন্য বাউন্ডারি ওয়াল করার কাজ শুরু করছে।

এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে শোয়েব, মনির ও মামুন’সহ এলাকাবাসীরা বলেন, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। কোনো জায়গা জমি না থাকায় আজ এই বৃদ্ধগ মহিলাকে তার নিজ ঘরের মেঝেতেই তার স্বজনরা দাফন করতে বাধ্য হয়েছে। আমরা এই ঘটনার ক্ষোভ প্রকাশ করছি। এছাড়া কবরটি যাতে এখানে ভলো থাকে সেজন্য আমরা এলাকাবাসিরা মিলে এই কবরে পাকা বাউন্ডারি ওয়াল করে দিবো।

এবং এলাকাবাসীদের সার্বিক সহযোগিতায় কবরটি বাউন্ডারি করার কাজ চলমান রয়েছে। জবেদা খাতুন এর দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

bdnewseu/4July/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ