• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
এথেন্সে ক্রিসমাসের দিনে পানি সরবরাহে বিঘ্ন ঘটেছে গভীর রাতে সচিবালয়ে আগুন, নথিপত্র নিয়ে শঙ্কা প্রকাশ কাজাকিস্তানে ১০০ যাত্রী নিয়ে আছড়ে পড়ল বিমান, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ধনবাড়ীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হঠাৎ করে আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা করল পাকিস্তান বিএনপি নেতা পিন্টু ১৭ বছর পর জামিনে মুক্ত কাশিমপুর কারাগার থেকে গ্রিসের প্রাক্তন রাজ পরিবার তাদের গ্রিক নাগরিকত্ব ফিরে পেয়েছে গ্রিসের ট্যাক্স ত্রুটি এখন স্বয়ংক্রিয়ভাবে সংশোধনযোগ্য বলছেন গ্রিক সরকার পুলিশ উত্তর এথেন্সের ‘ঘেটো’-তে ক্র্যাকডাউন অভিযান শুরু করেছে প্রাক্তন রাজপরিবারের নস্টালজিয়া কাজ যা গ্রিক জনগণ কে পুণরায় ভাবাচ্ছে

মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় গোয়াল ঘরে আগুন দেওয়ার অভিযোগ

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ী
আপডেট : শনিবার, ৬ জুলাই, ২০২৪

মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় গোয়াল ঘরে আগুন দেওয়ার অভিযোগ।টাঙ্গাইলের ধনবাড়ী‌তে দুর্বৃত্তের আগুনে গোয়াল ঘরে থাকা ০৬টি গরুর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়াসহ গোয়াল ঘর পুড়ে যায়। গতকাল রাত অনুমান ১২:৫০ ঘটিকায় উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মোঃ সেলিম আলদীন এর গোয়াল ঘরে আগুন লেগে এ ঘটনা ঘটে। গরুর মালিক ডঃ মোঃ সেলিম আলদীন বলেন, গতকাল রা‌তে কে বা কারা আমার গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয়। তবে আমার সন্দেহ মাদক সেবনও বিক্রয় করায় বাধা দেওয়ায় তারা এই কাজ পটাতে পারে আমার সন্দেহ, এই আগুন দেওয়ার কারণে ০৬টি গরুর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়াসহ গোয়াল ঘর পুড়ে প্রায় আনুমানিক ২,৫০,০০০/- টাকার ক্ষতি হয় আমার।

তিনি আরও বলেন, গোয়াল ঘরের আশেপাশে আগুন লাগার মতো কিছুই ছিলো না। কিন্তু আমরা আগুন নেভানোর পরে যে সমস্ত জিনিস পুড়ে গেছে সেগুলো নাড়াচাড়া করার পর দেখলাম যে ওখানে এমন কিছু জিনিস আছে যেটা আমাদের বাড়িতে কেউ ব‌্যবহার ক‌রে না। যেমন বাসের বেত ও রাবার এর ক‌ষের দলা । আমাদের বাড়ির কেউ রাবারের বাগানে কাজ ক‌রে না ।

কিন্তু আমা‌দের আশে পাশে অ‌নে‌কেই আছে যারা রাবার বাগানে কাজ করে । আমরা রাবার ও বেদ দে‌খে ধারনা কর‌ছি এটা কেউ ইচ্ছাকৃতভাবে শত্রুতাবশত আগুন ধ‌রি‌য়ে দি‌য়ে‌ছে আমার ক্ষ‌তি করার জন‌্য , যদিও আমার সাথে কারও সাথে কোনো শত্রুতা নাই । আমি একজন ডাক্তার হিসেবে গ্রামের মানুষের উপকার করার চেষ্টা করি। কিছু কিছু সামাজিক সচেতনামূলক, কাজকর্ম করে থা‌কি । যেগুলোর কারণে হয়ত বা হতে পারে। বিশেষ করে আমি যুবকদের নিয়ে মাদকবিরোধী কাজের সাথে জড়িত। এটা ছাড়া আমি আর কোনও শত্রুতার কোনও কিছু খুঁজে পাচ্ছি না। থানায় লি‌খিত অ‌ভি‌যোগ দেওয়া হ‌য়ে‌ছে । সুষ্ঠ তদন্ত এর মাধ‌্যমে দো‌ষি‌দের আইনের আয়তায় এনে কঠিন শা‌স্তির দা‌বি জানাই।

স্থানীয় রেজাউল ক‌রিম চানু বলেন,ডাক্তার সেলিমের বাড়িতে হঠাৎ আগুন দেখতে পেয়ে আমরা ছুটে আসি।
ঘটনাস্থলে এসে আমরা আগুন নিভাই। ৬‌টি গরুর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গে‌ছে । তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। মোঃ সেলিম আলদীন সে একজন মান‌বিক ডাক্তার তার কা‌ছে আমরা গ্রামবাসী অ‌নেক সেবা পাই , তার এমন ক্ষ‌তি কে কর‌লো , যেই ক‌রে থাকুক আমরা এর সুষ্ঠ বিচার চাই ।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোয়াল ঘরে আগুন লেগেছে খবর পেয়ে‌ছি এবং এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থেকে ‌লি‌খিত অ‌ভি‌যোগ পে‌য়ে‌ছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

bdnewseu/6July/ZI/donbari


আরো বিভন্ন ধরণের নিউজ