ভোলার চরফ্যাশনে সন্ত্রাসী হামলার শিকার যুগান্তর প্রতিনিধি এম আমীর হোসেন।ভোলার চরফ্যাশনে মোবাইল ফোনে মসজিদ থেকে ডেকে নিয়ে যুগান্তর পত্রিকার চরফ্যাশন দক্ষিণ প্রতিনিধি ও চরফ্যাশন প্রেসক্লাবের সহ-সভাপতি এম আমির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে।১৪ আগস্ট ২০২৪ বুধবার বিকালে আসরের নামাজ পড়তে গেলে চর মাদ্রাজের যুবদল কর্মী গিয়াস উদ্দিন হওলাদার এই হামলা করেন। এ সময় আমীর হোসেনের ডাক-চিৎকারে মসজিদের মুসল্লিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন এম আমির হোসেন জানান, বিকালে তিনি তার বাসাসংলগ্ন আল মদিনা মসজিদে আসরের নামাজ আদায় করতে যান। নামাজরত অবস্থায় চর মাদ্রাজের যুবদল কর্মী গিয়াস উদ্দিন হওলাদার তার মোবাইল ফোনে একাধিক ফোন দেন। নামাজ শেষে তাকে আবারও ফোন দিয়ে তিনি কোথায় আছেন জানতে চান।
তার অবস্থান নিশ্চিত করে ওই মসজিদের সামনে এসে অতর্কিত হামলা চালিয়ে মারধর করে গুরুতর জখম করে। তার চিৎকারে মসজিদের মুসল্লিরা এগিয়ে এসে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যান।
bdnewseu/18August/ZI/bhola