• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

জার্মানি অনিয়মিত অভিবাসীদের তুরস্কে ফেরত পাঠানো বাড়িয়েছে

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

জার্মানি অনিয়মিত অভিবাসীদের তুরস্কে ফেরত পাঠানো বাড়িয়েছে।জার্মান ও তুরস্কের সরকারের মধ্যে হওয়া একটি নতুন চুক্তির অধীনে আরো বেশি সংখ্যক প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীকে তুরস্কে ফেরত পাঠানো শুরু করেছে জার্মানি৷মঙ্গলবার (১ অক্টোবর, বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয় টিকে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে একটি ‘বড় পদক্ষেপ’ হিসাবে দেখছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী৷ সম্প্রতি জার্মানির সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার আলগেমাইনে সাইটুং (এফএ জেড) জানিয়েছে, একটি নতুন চুক্তির আওতায় তুরস্কের প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে৷ এই চুক্তির অধীনে, অন্তত দুই শতাধিককে ইতিমধ্যেই ফেরত পাঠানো হয়েছে৷ সংবাদপত্রটি বলছে, আঙ্কারা প্রতি সপ্তাহে পাঁচশ জন পর্যন্ত ফেরত নেওয়ার প্রস্তাবে সম্মত হয়েছে৷ যদিও জার্মানির সঙ্গে এমন চুক্তির বিষয়টিকে অস্বীকার করেছে তুরস্ক সরকার৷

উল্লেখ্য যে,সিরিয়া ও আফগানিস্তানের পর জার্মানিতে আশ্রয় চেয়ে আবেদন করা মানুষের সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে তুরস্ক৷ কিন্তু তুর্কি আশ্রয়প্রার্থীদের আশ্রয় আবেদন মঞ্জুরের অনুপাত ১০ শতাংশেরও নিচে৷ অভিবাসী অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা প্রো অ্যাসিল বলছে, জার্মানিতে তুর্কি আশ্রয়প্রার্থীদের বেশিরভাগই কুর্দি সম্প্রদায়ের।

এফএজেড জানিয়েছে, জার্মান ও তুর্কি সরকারের মধ্যে কয়েক মাসের আলোচনার পর এই চুক্তিটি হয়েছে৷ জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার বলেছেন, ‘‘আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি৷ এখন তুরস্কে প্রত্যাবাসন আরো দ্রুত এবং কার্যকরভাবে করা যেতে পারে৷ যেসব তুর্কি নাগরিকের জার্মানিতে থাকার অনুমতি নেই তাদের আরো দ্রুত ফেরত পাঠানো যাবে৷’’ফুঙ্কে মিডিয়া গ্রুপকে দেয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘‘অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে এটি একটি বড় পদক্ষেপ৷’’

এমন কোনো চুক্তি হয়নি: তুরস্ক

জার্মানির সংবাদপত্রে প্রকাশিত খবরটি প্রত্যাখ্যান করে তুরস্ক সরকার জানিয়েছে, প্রত্যাখ্যাত তুর্কি নাগরকিদের নিজ দেশে ফেরত পাঠানো নিয়ে জার্মানির সঙ্গে কোনও চুক্তি হয়নি৷ তারা আরো জানিয়েছে, গত বছর তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এর্দোয়ান এবং জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎসের মধ্যে এ ধরনের চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল বলে যে দাবি করা হয়েছে, তারও কোনো সত্যতা নেই৷

গুজব ও মিথ্যা তথ্যের বিরুদ্ধে কার্যকর তুরস্কের একটি সরকারি দপ্তর সপ্তাহান্তে জানিয়েছে, ‘‘জার্মানির সংবাদ মাধ্যমে আসা খবরটি সত্য নয়৷ আমাদের নাগরিকদের ব্যাপকভাবে ফেরত পাঠানো ইস্যুতে কোনো পদক্ষেপ নেয়া হয়নি৷ ভিত্তিহীন অভিযোগে বিশ্বাস করবেন না৷’’

তুরস্কের এমন অবস্থানের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজারের সঙ্গে কথা বলেছে জার্মান বার্তা সংস্থা ডিপিএ৷ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার ‘ফেরত পাঠানোর বিষয়ে পারস্পরিক সহযোগিতার বাড়াতে আশ্রয়প্রার্থীদের মূল দেশগুলোর সঙ্গে আলোচনা করছে৷’

তুরস্ক এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার জানিয়ে ফেজার বলেন, ‘আলোচনার বিষয়গুলোও গোপনীয়৷’
সংখ্যায় কম হলেও প্রত্যাবাসন চলমান ডিপিএ তাদের প্রতিবেদনে ইঙ্গিত দিয়েছে, ফেরত পাঠানোর প্রক্রিয়াটি একটু ধীর লয়ে এবং বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ায় করা হচ্ছে৷

জার্মানির কূটনৈতিক একটি সূত্র ডিপিএ-কে জানিয়েছে, তুর্কি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়ায় বাধা দিয়ে আসছে তুরস্ক৷ ফলে, ২০২৩ সালে এক হাজার তিনশ তুর্কিকে জার্মানি থেকে ডিপোর্ট করা সম্ভব হয়েছে৷ আর এ বছরের প্রথম ছয় মাসে সংখ্যাটি মাত্র ৪৪১৷ জার্মানি থেকে তুরস্কে ফেরত পাঠানোর তালিকায় রয়েছে অন্তত সাড়ে ১৫ হাজার তুর্কি নাগরিক৷

তুর্কি নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়টি আলোচনায় এলো এমন সময়ে যখন জার্মান সরকার অনিয়মিত অভিবাসন নিয়ে বেশ রাজনৈতিক চাপে রয়েছে৷ চ্যান্সেলর শলৎস গত বছরের অক্টোবরে বলেছিলেন, অবশেষে ‘বড় পরিসরে’ ফেরত পাঠানোর সময় এসেছে৷ তুর্কি নাগরিকদের ফেরত পাঠানোকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে সমালোচনা করেছে প্রো অ্যাসিল৷ তারা বলছে, তুরস্কে বিরুদ্ধ মতকে কঠোরভাবে দমন করা হয় এবং মানবাধিকার পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে৷

bdnewseu/1October/ZI/Migration


আরো বিভন্ন ধরণের নিউজ