ওয়ালটন শো-রুম থেকে ক্যাশ প্রায় ২ লক্ষ টাকা এবং ৩২ ইঞ্চি দুই টা এলইডি টিভি চুরি।ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা মধ্য বাজারে ওয়ালটন শো-রুম, নাবিল ইলেকট্রনিক নামে একটি শো-রুম থেকে ক্যাশ প্রায় ২ লক্ষ টাকা এবং ৩২ ইঞ্চি দুই টা এলইডি টিভি চুরি হয়েছে। তবে চোর চক্রের সদস্যরা সিসি ক্যামেরা ভেঙে ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,রবিবার রাতে ‘নাবিল ইলেক ট্রনিক’ র মালিক শেখ সবুজ দোকান বন্ধ করে বাসায় যান।ওয়ালটন শো-রুমে রয়েছে ফ্রিজ, টেলিভিশন রাইস কুকার আরো অনন্য ইলেকট্রনিক সামগ্রী।সোমবার (০৭ অক্টোবর) সকালে শেখ সবুজ ওয়ালটন শো-রুম খুলে দেখেন শো-রুমের একপাশের শাটার ভাঙ্গা ও সিসি ক্যামেরা ভেঙে ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে।শো-রুমে রাখা ফ্রিজ টেলিভিশন এবং অনন্য ইলেকট্রনিক জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
নাবিল ইলেকট্রনিক এর শেখ সবুজ বলেন,বাজারে প্রায়ই চুরির ঘটনা বেড়ে চলেছে। নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগিয়ে ছিলাম।
সবুজ বলেন আমি চাই সুষ্ঠু তদন্ত করে ক্যাশ,টিভি উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনা হউক।
bdnewseu/8October/ZI/Trishal