• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

করোনার কারণে সচেতন থেকে কাজ করতে হবেঃআঁখি আলমগীর

বিডিনিউজ ইউরোপ বিনোদন ডেক্স
আপডেট : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

করোনার কারণে সচেতন থেকে কাজ করতে হবেঃআঁখি আলমগীর

করোনার কারণে দীর্ঘ সময় ধরে স্টেজ শো বন্ধ ছিলো। গত দুই মাস ধরে টুকটাক করে আয়োজন চলছে শোয়ের। তারই ধারাবাহিকতায় চলতি মাসে কক্সবাজারে দুটি শোতে অংশ নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। এর আগে অক্টোবর থেকে বিরতির পর শো শুরু করেন তিনি। এই সময়ে শো করাটা কি ভয়ের মনে হচ্ছে? উত্তরে আঁখি বলেন, ভয়ের তো বটেই! কিন্তু কতদিন শিল্পীরা স্টেজের বাইরে থাকবে! তবে অবশ্যই স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দিতে হবে। সচেতন থেকে কাজ করতে হবে। আমিও সচেতনতা অবলম্বন করেই শো করছি, রেকর্ডিং করছি। আঁখি যোগ করে বলেন, এখন তো করোনা আরো বাড়ছে।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও বাড়ছে দিন দিন। তাই সচেতনতার কোনো বিকল্প নেই। এদিকে আঁখি আলমগীর সর্বশেষ সরকারি অনুদানের ছবি ‘আশির্বাদ’ এ গান গেয়েছেন। এখানে ইমন সাহার সুর ও সংগীতে একটি গানে কন্ঠ দিয়েছেন তিনি। সিনেমার গান কি নিয়মিত করা হচ্ছে? আঁখি আলমগীর বলেন, সিনেমার গান নিয়মিতই করছি। তবে একটু বুঝে শুনে ভালো গানগুলো করার চেষ্টা করছি। সর্বশেষ ‘আশির্বাদ’ এ বেশ সুন্দর একটি গান করলাম। এর বাইরে আরো কিছু ছবিতে গাওয়ার কথাবার্তা চলছে। ব্যাটে বলে মিললে করে ফেলবো। এর বাইরে আর কি খবর? আঁখি বলেন, কয়েকটি মৌলিক গান করার প্রস্তুতি চলছে। এগুলো নতুন বছরে নির্দিষ্ট সময় পর পর প্রকাশের ইচ্ছে রয়েছে। এই সময়ে মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? উত্তরে এ কণ্ঠশিল্পী বলেন, অবস্থা বেশি একটা ভালো না। করোনা পরিস্থিতির কারণে কোনো কিছুর অবস্থাই ভালো না। সংগীতের অবস্থা আরো নাজুক। কারণ স্টেজ শো অনেক দিন বন্ধ ছিলো। এখন শো আয়োজন হলেও সংখ্যা একেবারে কমে গেছে। অনেক শিল্পী-মিউজিশিয়ানই আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছেন। এটা খুবই দুঃখজনক বিষয়। দোয়া করি যেন এই পরিস্থিতির অবসান হয়। আবার সব স্বাভাবিক হয়।
সূত্র- মানবজমিন অনলাইন
বিডিনিউজ ইউরোপ / ১৫ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ