• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

অনিয়মিত অভিবাসনে কঠোর ইইউ নীতি চায় পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

অনিয়মিত অভিবাসনে কঠোর ইইউ নীতি চায় পো ল্যান্ড ও চেক প্রজাতন্ত্র।অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্র ণে নীতি কঠোর করা এবং জোটের বহিঃসীমান্তে সুরক্ষা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র৷শুক্রবার (১১ অক্টোবর) ডি ডাবলিউ থেকে জানা গেছে গত ৯ অক্টো বর ইউরোপীয় ইউনিয়নের কাছে এমন আহ্বান জানি য়েছে দেশ দুটি৷ইউরোপের এই দুইটি দেশ বিগত দিন গুলোতে অনিয়মিত অভিবাসীদের নিয়ন্ত্রণে ‘নতুন উপায়’ এবং ২০২৬ সালের জুন থেকে কার্যকর হতে যাওয়া অভিন্ন আশ্রয়নীতিতে পরিবর্তনআনার জন্য প্রচার চালিয়ে যাচ্ছে৷ পোল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর ইইউ’র অভিন্ন আশ্রয়নীতিকে ‘অপ র্যাপ্ত’ আখ্যা দিয়ে চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বলেছেন, প্রাগ এবং ওয়ারশ ‘‘একটি কঠোর এবং দ্রুত আশ্রয়নীতি চায়৷’’

তিনি আরও বলেন, ‘‘আমরা প্রত্যাবাসন নীতিকে জোরদার করতে চাই, যা অকার্যকর৷ আমরা মানবপাচারকারী এবং অনিয়মিত অভিবাসনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে লড়া ইয়ের মাত্রা বাড়াতে চাই৷’’চলতি মাসের শেষের দিকে বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতা রা৷ ওই বৈঠকে অভিবাসন ইস্যুতে জোরালোভাবে কথা বলতে জোটের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন পোলি শ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক৷

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এক সংবাদ সম্মেলনে টাস্ক বলেন, ‘‘ইইউর অন্যান্য অংশীদারদেরকেও আমাদের বোঝাতে হবে, এবং আমরা সেটা করব৷ আমরা বলতে চাই, ইইউ’র কাজ হলো বাহ্যিক সীমান্ত রক্ষা করা এবং অনিয়মিত অভিবাসনকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা৷’’

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নকে অনিয়মিত অভিবাসনের চাপ থেকে রক্ষা করতে হবে৷ পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের পূর্ব দিকের দেশগুলোর একটি৷ দেশটিকে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে লড়াই করতে হচ্ছে৷ পোল্যান্ড দাবি করে, প্রতিবেশী বেলারুশ এবং তার মিত্র রাশিয়ার ‘হাইব্রিড’ আক্রমণের শিকার হচ্ছে তারা৷

২০২১ সালে গ্রীষ্মে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা হাজার হাজার অভিবাসী এবং উদ্বাস্তু বেলারুশ হয়ে পোল্যান্ডের সীমান্ত পাড়ি দিয়েছে এবং পাড়ি দেয়ার চেষ্টা করেছে৷ টাস্ক বলেন, ‘‘প্রতিদিন হাজার হাজার পোলিশ সেনা, পুলিশ, সীমান্তরক্ষীরা শুধু সীমান্ত পাহারাই দিচ্ছে না, বরং লুকাশেঙ্কোর (বেলারুশের প্রেসিডেন্ট) প্রশ্রয়ে সৃষ্ট চাপের বিরুদ্ধে লড়াই করছে৷’’তিনি বলেন, ‘‘এটি সাধারণ সীমান্ত সুরক্ষার চেয়ে যুদ্ধাবস্থার সঙ্গে সাদৃশ্যপূর্ণ৷ প্রতিদিন গুলির শব্দ শোনা যায়৷’’

আফ্রিকা থেকে আসা অভিবাসীদের বেলারুশ হয়ে পোল্যান্ডের দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে মস্কোর বিরুদ্ধে অভিযোগ এনেছে ওয়ারশ৷ গত মে মাসে পোল্যান্ড জানিয়েছে, সীমান্ত সুরক্ষা বাড়াতে ২৩০ কোটি ইউরো ব্যয় করার পরিকল্পনা নিয়েছে দেশটি৷

bdnewseu/13October/ZI/EU


আরো বিভন্ন ধরণের নিউজ