• শনিবার, ২৪ মে ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে বেলায়েত বাহিনীর প্রধানসহ ৪ সহযোগী গ্রেফতার

Tanzil Hossain, Bola
আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

ভোলায় যৌথ-বাহিনীর অভিযানে বেলায়েত বাহিনীর প্রধান’সহ ৪ জন গ্রেফতার।ভোলায় যৌথবাহিনীর নিয় মিত অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র সহ ভোলায় দুর্ধর্ষ বেলায়েত বাহিনীর প্রধানসহ ৪ সদস্যকে আটক করা হয়েছে। গত ৩ নভেম্বর (রবিবার) দিবাগত রাত ২টা ৩০মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত ভোলা সদর উপজে লার বাপ্তা ইউনিয়নে বাংলাদেশ কোষ্টগার্ড ও পুলিশের একটি টিম যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ, ৩টি দেশীয় ছুরিসহ ১টি চাপাতি উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোন ভোলা বেইস এর অপারেশন অফিসার লেফট্যানেন্ট কমান্ডার রিফাত আহমেদ অদ্য ৪ নভেম্বর (সোমবার) সকালে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোষ্টগার্ড।

তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার দিবাগত রাত আড়াইটা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করে। কোষ্টগার্ড ও পুলিশের একটি টিম, এ সময় ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী বেলায়েত বাহিনীর প্রধান বেলায়েতসহ ৪ সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন বোলায়েত হোসেন (৬১), শেখ ফরিদ (৩৭), মোঃ কামাল (৫২) ও মোঃ আল-আমিন (২১)।

তিনি আরো জানান, আটককৃত সন্ত্রাসীগণ দীর্ঘদিন বেলায়েত হোসেনের নেতৃত্বে ভোলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিল। এ ছাড়াও আটককৃত বেলায়েত হোসেনের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

আটককৃত সন্ত্রাসী এবং জব্দকৃত অস্ত্র, কার্তুজ ও সকল আলামত’সহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
bdnewseu/5November/ZI/bola


আরো বিভন্ন ধরণের নিউজ