• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

ভোলায় আ’লীগ নেতার গোপন কক্ষ থেকে, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

তানজিল হোসেন, ভোলা
আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

ভোলায় আ’লীগ নেতার গোপন কক্ষ থেকে, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার।ভোলা সদর উপজেলার ১০নং ভেলুমিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মাতাব্বরের গোপন কক্ষ থেকে প্রচুর পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, লোহার পাইভ, খন্তা, সাবল, লগি ব‌ইঠা এবং লাঠি উদ্ধার করেছে ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির একটি টিম। অদ্য ১০ নভেম্বর (রবিবার) সকাল ১০টার দিকে ওই এলাকার স্থানীয়রা দুলাল মাতাব্বরের গোপন কক্ষে থেকে বোমা তৈরির সরঞ্জাম ও সকল প্রকার মালামাল উদ্ধার করে ভেলুমিয়া ফাঁড়ির পুলিশ।

এ বিষয়ে ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউনুছ কমান্ডার জানান, শুক্রবার গভীর রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম মাস্টার এর বাড়িতে একটি গোপন বৈঠক হয়। সেই বৈঠক থেকে তারা সিদ্ধান্ত নিয়ে এবং দেশের বিতর নৈরাজ্য তৈরি করার জন্য ট্রাম্পের ছবি সহকারে বাজারের বিভিন্ন পয়েন্টগুলোতে মিছিল করে হট্টগোল পাকানোর জন্য। এবং আমাদের উপরও হামলা চালানোর পায়তারা করেছিল। আমরা এই গোপন তথ্য পেয়ে আমাদের সকল নেতাকর্মীদেরকে সতর্ক থাকার জন্য নির্দেশ দেই। এবং তারা আজকে সকাল থেকে ভেলুমিয়া বাজার গুলোতে ট্রাম্পের ছবি নিয়ে এসে আমাদের উপর অতর্কিত হামলা চালানোর জন্য দুলাল মাতাব্বরের গোপন কক্ষে বোমা তৈরির সরঞ্জাম, লগি বইঠা, পাইভ, সাবল, লোহার লাঠি এনে রাখেন।

এমন খবর পেয়ে আমাদের নেতাকর্মীরা সাথে সাথেই আওয়ামী লীগের সন্ত্রাসীদের পতিহত করার জন্য স্থানীয় লোকজন লোকজন নিয়ে ওই গোপন কক্ষে কি আছে দেখতে চাইলে দুলাল মাতাব্বরের দুই ছেলে বাবলু ও জুলহাস স্থানীয় লোকজনদের কে গোপন কক্ষ ঢুকতে বাঁধা দেয়। এতে স্থানীয় লোকজনের বিতর সন্দেহ আরো বহুগুণ বেড়ে যায়। এবং তারা আমাকে বিষয়টি সঙ্গে সঙ্গেই জানান। আমি তাৎক্ষণিক ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে মুঠোফোনে বিষয়টি অবগত করলে তিনি কিছুক্ষণের বিতর পুলিশের একটি টিম পাঠান। পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে সেই গোপন কক্ষে তল্লাশি চালিয়ে দেশের বিতর নৈরাজ্য সৃষ্ট করার বোমার সরঞ্জাম সহ সব অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, ফ্যাসিস্ট খুনি হাছিনার সন্ত্রাস বাহিনী ছাত্রলীগ যুবলীগ দ্বারা দীর্ঘ ১৬ বছর সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে ক্লান্ত হয়নি, বরং এরা আরো শান্তিময় বাংলাদেশকে অশান্তির পরিবেশ তৈরি করার জন্য এ ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র এনে দুলাল মাতাব্বরের গোপন কক্ষে মজুদ রাখেন। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই এসকল কর্মকাণ্ডের সাথে জড়িত থাকা পূর্বপরিকল্পিত করা সন্ত্রাসীকে যেন অতিশীঘ্রই আইনের মুখোমুখি করা হয়। এবং কঠিন শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হয়। যাতে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা কখনো বাংলার জমিনে অশান্তি পরিবেশ করা ও সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য আর কেউ সাহস না পায়।

উক্ত ঘটনার বিষয়ে ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির এস‌আই সাঈদুল ইসলাম গণমাধ্যমকে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমা তৈরির সরঞ্জাম’সহ লগি বৈইঠা, লোহার পাইভ, একটি সাবল উদ্ধার করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

bdnewseu/10November/ZI/bola


আরো বিভন্ন ধরণের নিউজ