• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

ভোলার বীর সন্তান শহীদ- শাকিলের কবরে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা নিবেদন

তানজিল হোসেন, ভোলা
আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

ভোলার বীর সন্তান শহীদ- শাকিলের কবরে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা নিবেদন।ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ শাকিলের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে সংগঠনটি। অদ্য ২৩ নভেম্বর (শনিবার) বিকেলে ভোলার ভেলুমিয়া ইউনিয়নে অবস্থিত শাকিলের নানা বাড়ির পারিবারিক কবরস্থানে জিয়ারত করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি আল-আমিন রহমান, বরিশাল জেলার সভাপতি সাকিবুল ইসলাম শাফিন, সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল নিপু, ভোলা জেলার সংগঠক তানজিল হোসেন, গণসংহতি আন্দোলন এর ভোলা জেলা সংগঠক নেওয়াজ শরীফ সহ অন্য নেতাকর্মী।

শহীদ শাকিলের প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতারা বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দীর্ঘ লড়াইয়ের সাহসী যোদ্ধা ছিলেন ভোলার বীর সন্তান শহীদ জুলফিকার আহমেদ শাকিল। সমাজের ব্যাপক বৈষম্যের শিকার শাকিল তাই নিজেকে যুক্ত করেছিলেন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে। সেই দৃঢ়তায় নিজের জীবনকে উৎসর্গ করতেও তিনি পিছপা হননি। মানুষের মুক্তির লড়াইয়ে শাকিল চিরস্মরণীয় হয়ে থাকবেন।

সৈকত আরিফ বলেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। দুই সহস্র মানুষের আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জয়লাভ করেছে কিন্তু পতিত ফ্যাসিস্টদের চক্রান্ত এখনো শেষ হয়ে যায়নি। তাই বিজয়কে সংহত করতে ফ্যাসিস্টের বিরুদ্ধে যে ঐক্য বাংলাদেশের মানুষ তৈরি করেছিল তা বজায় রাখতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সংকীর্ণ আচরণের কারণে জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হচ্ছে অভিযোগ করে সৈকত আরিফ বলেন, ফ্যাসিস্টদের চক্রান্তের বিরুদ্ধে জাতীয় ঐক্য সুসংহত করতে গণঅভ্যুত্থানের সব পক্ষকে নিয়ে জাতীয় রাজনৈতিক পরিষদ গঠনকে আহ্বান জানিয়েছিলাম আমরা। তা না করে বরং স্বেচ্ছাচারী আচরণ করে তারা জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করছেন। সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা তাদের জাতীয় ঐক্যকে সংহত করার আহ্বান জানাই। আপনারা প্রতিটি পদক্ষেপে মনে রাখবেন হাজারো শহীদের ওপর আপনারা দাঁড়িয়ে আছেন।

শ্রদ্ধা নিবেদনে আরও উপস্থিত ছিলেন শহীদ শাকিলের মা আয়েশা বিবি, ছোট ভাই সুমন, মামা আবদুর রশিদ, বরিশাল জেলা ছাত্র ফেডারেশনের অর্থ সম্পাদক ফারজানা আক্তার পায়েল, ঢাকা মহানগর কমিটির সদস্য রাব্বী খান’সহ অত্র এলাকার সর্বস্তরের জনগণ প্রমূখ।

bdnewseu/24November/ZI/bola


আরো বিভন্ন ধরণের নিউজ