ভোলায় ৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তি আটক।ভোলার তত্ত্বা বধানে, ভোলা সদর মডেল থানাধীন ইলিশা ফেরীঘাট হতে মোঃ মাইনউদ্দিন (২৯), পিতা- আঃ মালেক, সাং-কালুপুর, ০১নং ওয়ার্ড পূর্ব ইলিশা ইউপি, থানা ও জেলা- ভোলা এর চায়ের দোকানের সামনে রাস্তার উপর থেকে ৫ (পাঁচ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ১ একটি মোবাইল ফোনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
অদ্য ১১ ডিসেম্বর (বুধবার) ভোর রাত ০৩. ৪৫ মিনিট ঘটিকার সময় ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ) মোহাম্মদ কাজল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন ইলিশা ফেরীঘাট মোঃ মাইনউদ্দিন (২৯), পিতা- আঃ মালেক, সাং-কালুপুর, ০১নং ওয়ার্ড পূর্ব ইলিশা ইউপি, থানা ও জেলা- ভোলা এর চায়ের দোকানের সামনে রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ শফিউল আলম (৪৯), পিতা- মৃত আঃ আজিজ ওরফে ছোবাহান, মাতা- মৃত শামছুন্নাহার আমেনা, সাং- লক্ষীপুর, ০৯ নং ওয়ার্ড, রিয়াজ উদ্দিন মুন্সি বাড়ি, মুন্সীরহাট ইউপি, থানাঃ- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা এর নিকট হইতে ৫ (পাঁচ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ১ একটি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন
ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এর দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযান অবহৃত থাকবে।
Economist/11December/ZI/bola