ভোলার ব্যস্থতম নতুন বাজার সড়কটি ট্রাফিক বিহীন- ভোগান্তিতে সাধারণ মানুষ।ভোলার ব্যস্থতম নতুন বাজার সড়কটি এখন ব্যাটারি চালিত অটোরিক্সা ও হকারদের দখলে। এই ব্যস্থতম সড়কটি দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের যাতায়াত করতে হয়। অদ্য ৩০ ডিসেম্বর (সোমবার) সকালে সরে জমিন ঘুরে দেখা যায় এই সড়কটির যানজট এতোই ব্যাপক আকার ধারণ করেছে যে তিন মিনিটের রাস্তা পাড়ি দিতে ৩০ মিনিটের উপরে চলে যায়। এতে মানুষের প্রয়োজনীয় সময় অপচয় হচ্ছে। ব্যস্থতম এই সড়কটির পাশেই গুরুত্বপূর্ণ স্থাপনা ভোলা পৌরসভা, জেলা পরিষদ, ভূমি অফিস, সদর মডেল থানা, জেলা নির্বাচন কমিশন কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, জেলা প্রশাসক কার্যালয়, জেলা দায়রা জজ কোর্ট অবস্থিত এসকল কার্যালয়ে সাধারণ মানুষকে যাতায়াত করতে গিয়ে তীব্র যান জটের ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রতিনিয়ত।
কেননা এই সড়কটিতে ব্যাটারি চালিত অটোরিক্সা যত্রতত্র যে যার খুশি মত যাত্রী উঠা নামা করে এবং সড়কের পাশেই ফুটপাতটি সম্পূন্ন হকারদের দখলের কারণে উক্ত সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়। যাহার ফল ভোগ করতে হয় এই সড়কটি দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষের।
কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় হলো এই সড়কটির যানজট নিরসনে ভোলার প্রশাসন উদাসিন। যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেওয়াতে এই সড়কটিতে যাতায়াত করা সাধারণ মানুষদের মধ্যে চাপাক্ষোভ বিরাজ করছে।
ভোলার সুশীল সমাজের কাছে উক্ত যানজটের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, উক্ত সড়কটিতে কোনো ট্রাফিক কন্ট্রোল না থাকায় যে যার খেয়াল খুশি মতো সড়কটি ব্যবহার করতেছে যাহা অত্যান্ত দুঃখজনক। অচিরেই সড়কটিতে ট্রাফিক কন্ট্রোলের আওতায় আনার আশা প্রকাশ করেন।
Economist/2January/ZI/bhola