ভোলার আকাশে ফানুস নয়, পাখিদের উড়তে দাও এই দাবিতে মানববন্ধন।”ভোলার আকাশে ফানুস নয়, পাখি দের উড়তে দাও” এই স্লোগান সামনে রেখে ভোলায় ইয়ুথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট এর আয়ো জনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ১টায় ভোলা প্রেসক্লাবের সামনে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও লিফলেট নিয়ে এ মানব বন্ধন করেন এই তরুণরা।
নতুন বছরকে বরণ করতে ফানুস, পটকা, গান বাজনাসহ শব্দ দূষণ করা হয়। যা পরিবেশ ও সমাজের অবক্ষয় হয়। এ সকল ফানুস, পটকা গাজনা, বাজনা বন্ধের দাবিতে ইয়ুথ নেটওয়ার্ক ডেভেলপমেন্টের মানববন্ধনে অংশ নেন অর্ধশত তরুণ শিক্ষার্থী।
এ সময় সংগঠনটির সদস্যরা বলেন, নতুন বছরকে বরণ করতে পুরানো বছরের শেষ দিনে যে কার্যক্রম হয়ে থাকে সেটি অনেকটাই অসামাজিক। সরকার যেহেতু আতশ বাজি, ফানুস ওড়ানো এবং শব্দ দূষণ নিষিদ্ধ করেছে তা যেন আমরা সবাই মেনে চলি। এতে বিশৃঙ্খলা থেকে মানুষ এবং পশু- পাখিসহ জীব বৈচিত্র্য সুরক্ষিত থাকবে। একইসঙ্গে সবার নিরাপত্তা নিশ্চিত হবে।
তারা আরও বলেন, আমরা বিগত বছর গুলোতে দেখেছি আতশবাজি ও ফানুস উড়ানোর সময় বিভিন্ন কলকারখানা ও বাসা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিভিন্ন মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তায় বিভিন্ন পাখি মরে পড়ে ছিলো। আমরা চাচ্ছি পরিবেশের ভারসাম্য যেন নষ্ট না হয়। আর যেনো কোন প্রানী প্রান না হারায়।
প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে আকাশে ফানুস নয়, পাখি দের উড়তে দাও। এই শহর তোমার আমার পাখি দেরও। আর যেনো আতশ বাজির শব্দে মারা যেতে না হয় স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
Economist/2January/ZI/bhola