ঝালকাঠিতে ৫২দিনব্যাপী তারুণ্য উৎসবের আনুষ্ঠানিক উদ্ভোধন।ঝালকাঠিতে ৫২দিনব্যাপী তারুণ্য উৎসবের আনুষ্ঠানিক উদ্ভোধন হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে সরকারি বিভিন্ন বিভাগ স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশাল র্যালী বের হয় এবং র্যালিটি শহর ঘুরে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক আশরাফুর রহমান বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্ভোধ নের সূচনা করেন। সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভায় জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. সৈয়দ হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. শাহাদাৎ হোসেন, জেলা জামায়াতের আমির এ্যাড. হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত,ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমিন তালুকদার ও বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের শিক্ষার্থী তাছলিমা খানম উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।
জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, আমরা তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশ পুনর্গঠনে কাজ করার সূচনা করেছি। আমাদের তরুনরা বাংলাদেশকে কিভাবে গড়তে চায় এবং তাদের আশা আকাঙ্খার গুরত্ব দেওয়া হচ্ছে। কারণ এই তরুনরাই ভাষা আন্দোলন থেকে ৬৯ গণঅভ্যূত্থান, স্বাধীনতা যুদ্ধ ও সর্বশেষ জুলাই আগস্ট বিপ্লবে স্বৈরাচারের পতন ঘটিয়েছে।
Economist/2January/ZI/Jalokati