ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা।ঝালকাঠির সদর উপজেলার বাউকাঠি বাজারের মোবাইল ব্যবসায়ী সুদেব হাওলাদার (২৮)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃৃত্তরা। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম সুদেব হালদার উপজেলার বেতরা গ্রামের সুবোধ হালদারের ছেলে। স্থানীয় বাউকাঠি বাজারে তিনি একটি মোবাইলের দোকান চালাতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছে, সোমবার রাত ১১ টার দিকে সুদেব বাউকাঠি বাজারে তার মোবাইলের দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা দেন। পথিমধ্যে রামপুর জোড়াপোল এলাকায় দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
নিহত সুদেব হালদারের বড় ভাই সুকেশ হালদার বলেন,‘ কয়দিন আগে মোবাইল মেরামত নিয়ে একটি পক্ষের সাথে ঝগড়া হয়। ধারনা করা হচ্ছে একারনেই আমার ভাইকে হত্যা করা হতে পারে। যারা আমার ভাইকে হত্যা করছে আমি তাদের ফাঁসি চাই।
নিহত সুদেব হালদারের মা শেফালী হালদার বলেন,‘ আমার ছেলে কারো সাথে কোন দিন খারাব ব্যবহার করেনি, কোন অন্যায় করেনি। কেন আমার ছেলেকে হত্যা করা হল। আমি এর বিচার চাই।
ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, মাথায় কোপের আঘাত দেখা গেছে ধারনা করা হচ্ছে এটি হত্যা কান্ড। সুরতহাল করার পর লাশ ময়নাতদন্তের জন্য ঝাল কাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে । এ বিষয়ে হত্যা মামলা দায়ের করা হবে।
Economist/9January/ZI/Jalokati