ধনবাড়ীতে পাইস্কা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।“ক্ষুধা, দারিদ্র, মাদক ও নিরক্ষরতা মুক্ত পাইস্কা গড়ার প্রত্যয়ে”টাংগাইলে ধনবাড়ী উপজেলায় পাইস্কা ইউনিয়নের “ঐতিহ্যের পাইস্কা কর্তৃক আয়োজিত” পাইস্কা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।পাইস্কা ক্রিকেট টুর্নামেন্টে-২৪ ইং এ মোট ৮ টি দল অংশগ্রহণ করে। সেখান থেকে পাইস্কা আইকনিক স্টার ও পাইস্কা কিংস স্টার ফাইনালে উঠার সুযোগ পায়।ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাইস্কা উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকেল ৩ টার সময় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায়,পাইস্কা কিং স্টার টসে জিতে ব্যাটিং এর সিক্দান্ত নেয় ১৩.৪ বলে ৭৬ রান ১০ উইকেট ৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৮ ওভারে ৫৪ রান করে পাইস্কা আইকন স্টার পারভেজের এক ওভারে ০ রান দিয়ে ৩ টি উইকেট নেয় শেষ পর্যায়ে পাইস্কা কিং স্টার ৪ রানে জয় লাভ করে।
ঐতিহ্যের পাইস্কা এর সভাপতি মোঃ উজ্জ্বল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মোহাম্মদ রুকনুজ্জামান সুজা এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুর রউফ সংগ্রাম হেড ব্রডকাস্টিং ৭১ টিভি।বিষয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রবিউল ইসলাম রুবেল, সহকারি শিক্ষক, পাইস্কা উচ্চ বিদ্যালয়,চঞ্চল আহমেদ প্রাক্তন শিক্ষার্থী পাইস্কা উচ্চ বিদ্যালয়, আনোয়ার হোসেন লেবু,এস. এম. সাইফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অবশ্যই ছিলেন।
হাজারো দর্শকের সাথে সকল অতিথিদের উপস্থিতিতে পায়রা উড়িয়ে উক্ত ফাইনাল খেলা উদ্বোধন হয়।বিজয়ী দল পাইস্কা কিং স্টার এর অধিকার ইমাম হোসেন শিশির জানান, আমরা বিজয়ী হয়েছি এই আনন্দ আমরা পাইস্কা মাসিকে নিয়ে উদযাপন করব।
খেলার উদ্বোধক, আব্দুর রউফ সংগ্রাম বলেন,স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম।সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ানোর জন্য বর্তমান যুব সমাজের খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে শরীর ও মনের সুস্থতা লাভ করা যায়।বর্তমান সময়ে খেলার মাঠ কমে যাচ্ছে।দিন দিন তরুণ প্রজন্ম মোবাইল ফোন এবং মাদকে আসক্ত হচ্ছে।আগামী প্রজন্মকে খেলার প্রতি উৎসাহ দিতে যুব সমাজের এ আয়োজনকে সাদুবাদ জানান।ধারাভাষ্যে ছিলো ধনবাড়ীর ক্রিকেটার জনি চৌধুরী ও আশিক লোমান,আম্পায়ার হিসেবে ছিল, লিংকন ও মিঠু।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ান ও রানার্সাআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন । ফাইনাল খেলা দেখতে আশপাশের এলাকা থেকে দর্শকরা মাঠে এসে হাজির হন।খেলা পরিচালনা কমিটির সমন্বয়ক গন বলেন, ‘দর্শকদের কাছ থেকে অনেক উৎসাহ পেয়েছি, অতিথি ও আয়োজক কমিটির সার্বিক সহযোগিতা পেলে চেষ্টা করব প্রতি বছর ক্রিকেট খেলার আয়োজন করার।’
Economist/11January/ZI/donbari