লালমনিরহাটে চার ইট ভাটায় অভিযান, জরিমানা ৫ লাখ।লালমনিরহাটের আদিতমারীতে অনুমোদন না নিয়ে চালু করায় চারটি ইট ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে ৫ লাখ ২০ হাজার টাকা জরি মানা আদায় করা হয়েছে।গত সোমবার (২০ জানু য়ারি) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভি যান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজি স্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।
জরিমানা ও বন্ধ ঘোষণা করা ইটভাটাগুলো হলো- উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পূর্ব দৈলজোড় গ্রামের ওয়ান স্টার ব্রিকস (জরিমানা ২ লাখ টাকা), জেআর ব্রিকস (২০ হাজার টাকা), পশ্চিম ভেলাবাড়ি গ্রামের সান টু ব্রিকস (১ লাখ টাকা) ও খাতাপাড়া এলাকার এলএস ব্রিকস (এক লাখ টাকা)। একইসঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব ভাটার ইট তৈরি পোড়া নোসহ সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত জানান, আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে মহিষখোচা ও পলাশী ইউনিয়ন বাদে বাকি ৬টিতে ১০টি ইট ভাটা রয়েছে। যার মধ্যে চারটি ইট ভাটার বৈধ কোনো কাগজপত্র নেই। বৈধ কাগজপত্র ছাড়াই ইট ভাটায় ইট পোড়ানো হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনভর পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
পৃথক অভিযানে ভাটা মালিকরা বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হওয়ায় চারটি ভাটা মালিকের ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইট তৈরি ও পোড়ানোসহ সব ধরনের কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এ নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
Economist/23January/ZI/lalmonirhat