• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

তুরস্কের একটি স্কি রিসোর্টে অগ্নিদগ্ধ হয়ে ৭৬ জনের মৃত্যু

Online desk at the Economist Turkey
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

DW:উত্তর-পশ্চিম তুরস্কের একটি স্কি রিসোর্টে অগ্নিদগ্ধ হয়ে ৭৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জন।একটা পাহাড়ের উপরে বহুতল গ্র্যান্ড কারটাল হোটেলের রেস্তোরাঁয় আগুন লাগে। তারপর দ্রুত আগুন ছড়ায়।তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেছেন, ”আমরা শোকস্তব্ধ।” তিনি জানি য়েছেন, ”৫২ জনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা কাজ করছেন।”

জানালা থেকে ঝাঁপ:

স্থানীয় মিডিয়া জানিয়েছে, ”অনেকে ভয় পেয়ে জানালা দিয়ে লাফ মারেন। অনেকে জানালার সঙ্গে বেডশিট ও কম্বল বেঁধে নিচে নামতে চান।”

টিভি ফুটেজে দেখা গেছে, হোটেলের ছাদ ও উপরের তলাগুলি জ্বলছে। কালো ধোঁয়া উঠছে।তুরস্কে এই সময় স্কুলে ছুটি বলে প্রচুর মানুষ গেছিলেন। ২৩৮ জন হোটেলে ছিলেন।পাশের হোটেলে কাজ করা ওমর সাকরাক বলেছেন, ”একজন তার এক বছরের বাচ্চাকে বাঁচাবার জন্য মরিয়া ছিলেন। তিনি বলছি লেন, আমি বাচ্চাকে ছুঁড়ে দিচ্ছি। এখানে থাকলে সে পুড়ে মারা যাবে।”

স্কি ইন্সট্রাক্টর নেকমি কেপসিতুতান বেসরকারি টিভি এনটিভি-কে জানিয়েছেন, তিনি ২০ জনকে উদ্ধার করেছেন। কিন্তু এত ধোঁয়া ছিল যে, ফায়ার এসকেপ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার কিছু ছাত্রের কাছে তিনি যেতে পারেননি।

তদন্ত শুরু:

তুরস্কের কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।এনটিভি জানিয়েছে, হোটেলে ১৬১টি ঘর ছিল। ঘরগুলিতে কাঠের কারুকার্য ছিল। তার ফলে আগুন দ্রুত ছড়িয়েছে।সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ টি দমকল ইঞ্জিন ও ২৮টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যায়। কাছা কাছি যে হোটেলগুলি আছে, সেগুলি থেকে সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ান জানিয়েছেন, দোষীরা শাস্তি পাবেই।পুলিশ এখনো পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে।

Economist/23January/ZI/Turky


আরো বিভন্ন ধরণের নিউজ