• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

নৌ-বাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ জলদস্যু আটক

তানজিল হোসেন ,ভোলা
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

নৌ-বাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ জলদস্যু আটক।নৌবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ জলদস্যুকে আটক করা হয়েছে ভোলায় শুক্রবার গভীর রাতে সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। অদ্য শনিবার ১ ফেব্রুয়ারী দুপুরের সময় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নৌ-বাহিনী ভোলা কন্টিনজেন্টের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট এন এম সারোয়ার জাহান।

তিনি গণমাধ্যমকে জানান, অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এন এইড টু সিভিল পাওয়ারে এর আওতায় নৌ-বাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকা সমূহের যৌথ অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দার তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে নৌ-বাহিনী কন্টিনজেন্টের সদস্য ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের সমন্বয় সদর উপজেলা রাজাপুর ইউনিয়নে যৌথ অভিযান চালায়।

এসময় ইউনিয়নের শ্যামপুরে এলাকা হতে সন্ত্রাসী ও ডাকাত গিয়াস উদ্দিন ও হাসানকে আটক করতে সক্ষম হন। এসময় তাদের কাছ থেকে ১ টি দেশীয় পিস্তল, ১ টি পাইপ গান, দুই রাউন্ড কার্তুজ, ১ টি চাপাতি, ১ টি ছুরি, ৫ টি মোবাইল, ১ টি ল্যাপটপ সিসিটিভি সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় বাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকা সমূহে অভিযান ভবিষ্যৎ অব্যাহত থাকবে। পরবর্তী আইনি ব্যবস্থা গঠনের জন্য আটকৃতদের জবৃত মালামাল সহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জলদস্যু গিয়াসউদ্দিন ওই এলাকার ছেলে এবং আহমেদ এর পুত্র এবং হাসান একই এলাকার মালেক বেপারীর পুত্র। গিয়াস উদ্দিন ও হাসানের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী স্থানীয় এবং সমুদ্রগামী জেলেদের অসাধারণের সাথে অত্যাচার ও জুলুম করে আসছিল বিগত দিন গুলোতে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা চলমান রয়েছে।
Economist/2February/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ