• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

ধনবাড়ীতে চালাষ ক্রীড়া চক্র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জহিরুল ইসলাম মিলন , (টাঙ্গাইল ) ধনবাড়ি
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

ধনবাড়ীতে চালাষ ক্রীড়া চক্র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ।টাংগাইলে ধনবাড়ী উপজেলায় উৎসবমুখর পরিবেশে চালাষ ক্রীড়া চক্র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চালাষ ক্রীড়া চক্র এর আয়োজনে গতকাল বিকেলে স্থানীয় ধনবাড়ী সরকারি কলেজ মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিত রণী অনুষ্ঠিত হয়।বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল বারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপ্ন সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শামসুজ্জামান সুরুজ সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, মোঃ হাসানুজ্জামিলশাহিন সভাপতি টাংগাইল জেলা বিএনপি, এম আজিজুর রহমান সভাপতি ধনবাড়ী উপজেলা বিএনপি,এনামুল হক (ভিপি)সাধারণ সম্পাদক ধনবাড়ী উপজেলা বিএনপি,হাফেজ খাইরুল ইসলাম (মুন্সি) সহ সভাপতি ধনবাড়ী উপজেলা বিএনপি,এস এম এ সোবহান সভাপতি ধনবাড়ী পৌর বিএনপি,রফিকুল ইসলাম স্বপন সাধারণ সম্পাদক ধনবাড়ী পৌর বিএনপি সহ ছাত্রজল, যুবদল এবং চালাষ ক্রীড়া চক্রের সকল সদস্যবৃন্দ ওস্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা বৃদ্ধ শহিদুল ইসলাম জানান, আমার বয়স প্রায় ৭৫ বছর, ‘আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি এতো মানুষ দেখি নাই। এ ফাইনাল খেলায় মানুষ হবে প্রায় ৩০-৩২ হাজার।’

চালাষ ক্রীড়া চক্র ফুটবল টুনামেন্টের আয়োজক কমিটিরা জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো।

চালাষ ক্রীড়া চক্র ফুটবল টুর্নামেন্টে গোপালপুর উপজেলার বরুরিয়া স্পোর্টিং ক্লাব ২-০ গোলে সরিষাবাড়ি উপজেলার ভাটারা ফুটবল একাডেমি কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে এক লক্ষ টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি, রানার আপ দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে রানার আপ ট্রফিও ৭০ হাজার টাকা।

অতিথিরা বলেন, তরুণদের এই ধরনের আয়োজন খেলা ধুলার প্রতি তাদের আরও বেশি অনুপ্রাণিত হবে। তরুণ সমাজকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখবে, তাই আগামীতে আরও বড় করে আয়োজন করতে চান তারা।
Economist/2February/ZI/donbari


আরো বিভন্ন ধরণের নিউজ