ককসবাজারে শুরু হলো “টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের” পথ চলা। নেতৃত্বে রয়েছেন বাংলাভিশনের খোকন, আর টিভির শাহীন ও মোহনার বাবুল।জাতির বিবেক খ্যাত ও অকুতোভয় নির্বিক সংবাদ শ্রমিকদের নিয়ে গঠিত টেলিভিশন সাংবাদিকদের প্রধান সংগঠন টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলা ভিশনের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার মোর্শেদুর রহমান খোকনকে আহবায়ক ,আর টিভির ককসবাজার জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীনকে যুগ্ন আহবায়ক ও মোহনা টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি আমানুল হক বাবুলকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে এ কমিটি গঠিত হয়।ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন এন টিভির ষ্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, এটিএন বাংলার কক্সবাজার জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল, বিজয় টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃ শাহ আলম, চ্যানেল এস এর কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ আয়াছ রনি, আনন্দ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি এস্তে ফারুক, এশিয়ান টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ শেখ সেলিম, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি রহিদুল কবির, বাংলা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমিনুল হক আমীন ও নাগরিক টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম।
ঘোষিত আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে গনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি পরিপূর্ণ গঠনতন্ত্র প্রনয়ণ পূর্বক নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন।
গঠিত কমিটির সদস্যরা মত প্রকাশ করেছেন যে কক্সবাজার জেলায় কর্মরত সকল টিভি সাংবাদিকেরা এই সংগঠনের সদস্য হতে পারবেন। ইচ্ছুক প্রতিনিধিগণ কে আহবায়ক কমিটির সাথে যোগাযোগ করে আগামী ১৫ মার্চের মধ্যে নির্ধারিত ফি প্রদানপূর্বক সদস্য ভর্তি ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।
Economist/10February/ZI/Cox