বাংলাদেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরু জ্জামান কাফির বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে স্যোশাল মিডিয়ায় এক স্ট্যাটাসে এ অভিযোগ করেছেন তিনি নিজেই।এক স্ট্যাটাসে কাফি বলেন, ‘মধ্য রাতে আমার বাড়ির ঘর-রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।’
এদিকে বরিশালের কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.ইলিয়াস হোসাইন বলেন, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে কাফির বাড়িতে আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যই আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, কাফির গ্রামের বাড়ি বরিশালের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। ২০১৯ সাল থেকে তিনি ভিডিও কনটেন্ট তৈরি শুরু করেন। বরিশালের আঞ্চলিক ভাষায় নির্মিত তার ভিডিওগুলোতে হাস্যরসের মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ তুলে ধরা হয়।
তার বাবা রজ পাড়া দ্বীন এ এলাহি দাখিল মাদরাসার সুপার। তারা দুই ভাই। করোনার সময় তার মশার কয়েল ও প্রাক্তনকে নিয়ে করা কনটেন্টে ভাইরাল হন। অমর একুশে বইমেলা-২০২৫ এ কাফির লেখা দুটি বই প্রকাশিত হয়েছে। বেশ কিছুদিন ধরে স্যোশাল মিডিয়ায় কাফিকে উদ্দেশ্যে করে বিভিন্ন ধরনের সমালোচনা করে কাফির বিরুদ্ধে কন্টেন্ট তৈরি করে প্রচার করা হয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সংগঠিত গত জুলাই আগস্টের আন্দোলনে মাঠে নেমেছে ছিল কাফি এখন হয়ত সেই বিরোধী চক্র কাফির বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
Economist/13February/ZI/politics