আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রবাসে বাংলা ভাষা প্রসারে বিশেষ অবদানের জন্য , হিউম্যান রাইট স রিভিউ সোসাইটির কর্তৃক মাতৃভাষা পদক ২০২৫ ইং পেলেন অস্ট্রিয়া প্রবাসী সাংবাদিক , ইউরো বাংলা টাইমস ও দ্য ইকোনমিস্ট এর এডিটর ইন চীফ , ইউ রোপের সাংবাদিক পরিবার খ্যাত সাংবাদিক সংগ ঠন , ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসি য়েশন এর প্রধান উপদেষ্টা ও অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ।
আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে তার হাতে এই পদক তুলে দেয়া হয়। দীর্ঘ বছর ধরে মাহবুবুর রহমান স্ব পরিবারে অস্ট্রিয়ার ভিয়েনা শহরে বসবাস করছেন। তার এই সম্মাননা প্রাপ্তি তে ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন ও গ্রিক বাংলা প্রেস ক্লাব এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো রইলো।
এ বিষয়ে এবজার সভাপতি বিশিষ্ট হাবিবুর রহমান , সাধা রণ সম্পাদক জাকির হোসেন সুমন ও সিনিয়র সহ সভা পতি এনায়েত হোসেন সোহেল , যুগ্ম সাধারণ সম্পা দক জহিরুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহেল সহ সাংবাদিকগণ প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কে এই প্রাপ্তি তে উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দিত করে বক্ত ব্য পাঠিয়েছেন।
উল্লেখ্য ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক রেজিষ্ট্রেশন কৃত একটি সাংবাদিক সংগঠন।
Economist/20February/ZI/EBJA