ধনবাড়ীতে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত।কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে শান্তিপূর্ণভাবে ধনবাড়ী উপজেলাতে এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা’র প্রথম পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টায় শুরু হওয়া তিন ঘণ্টাব্যাপী এ পরীক্ষা শেষ হয় দুপুর ১ টায়।এ বছর সমমানের পরীক্ষায় ধনবাড়ী উপজেলার এসএসসি পরীক্ষার্থী মোট ১৬৪৮পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দিয়েছেন ১৬৩৭ জন অনুপ স্থিত ছিলেন ১১ জন।দাখিল মোট পরীক্ষার্থী ছিলেন,মোট ৩২৭ জন পরীক্ষা দিয়েছেন, ৩২২ জন।অনুপস্থিত ছিলেন ৫ জন।এসএসসি (ভোকেশনাল) মোট পরীক্ষার্থী ছিল ৪১৭ কেন্দ্রীয় উপস্থিত হয়ে পরীক্ষা দিয়েছেন ৪১১ জন অনুপস্থিত ছিলেন ৬ জন।
শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্র উপকেন্দ্র মিলে মোট ৬ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।এদিকে পরীক্ষা চলাকালে সকালে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন। এসময় তিনি সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, পরীক্ষার্থীদের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্তক রয়েছে।
ধনবাড়ী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ বাবুল হাসান বলেন,১ম পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিগত পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আগের মতোই পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে। মুঠোফোনসহ যেকোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না বলে কঠোরভাবে হুঁশিয়ারি করে দেয়া হয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে কেউ যাতে প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা না করে, সে বিষয়ে গণসচেতনতা সৃষ্টিতে পরীক্ষার্থী,অভিভাবক, শিক্ষক, সাংবাদিকসহ সব নাগরিকের সহযোগিতা কামনা করেছেন মাধ্যমিক শিক্ষা অফিসার।
এদিকে ধনবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে এসএসসির কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে পরীক্ষাকেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের সঙ্গে আসা পরিবারে সদস্যদের ও অপেক্ষারত নিজস্ব পরিবহনের উপস্থিতির দেখা মেলেছে কিন্তু ২০০ গজ সীমানার বাহিরে। ফলে পরীক্ষাকেন্দ্রগুলোর সামনে ও আশপাশের সড়কেও ছিল না যানজট।
Economist/10April/ZI/SSCExam